গৌতম দেব এক্সক্লুসিভ: লাইভ পড়ুন

চিঠি পাওয়ার পর ২৪ ঘণ্টার মুখোমুখি গৌতম দেব। লাইভ পড়ুন-

Updated By: Jun 15, 2013, 07:36 PM IST

চিঠি পাওয়ার পর ২৪ ঘণ্টার মুখোমুখি গৌতম দেব। লাইভ পড়ুন-
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে এটা প্রেমপত্র
আমি সিআইডির প্রশ্নের জবাব দিতে গেলে লাইভ টেলিকাস্ট করতে হবে, সাহস থাকলে সরকার সেটা করুক
কোন আইনে সিআইডি চিঠি দেওয়ার সময় সংবাদমাধ্যমকে সঙ্গে নিল?
অনেক সত্ পুলিস অফিসার রয়েছেন যাঁদের নষ্ট করার চেষ্টা করা হচ্ছে
ভারতবর্ষে কোথাও একটা পাঁচিলের মধ্যে সোশ্যাল হাউজিং-এর পরিকল্পনা আমাদের আগে কেউ করেনি
আমি মন্ত্রী হওয়ার পর একাধিক অ্যাকুইজিশন শুরু করেছি
মহেশতলায় ১২-১৪ বছর ধরে হাউজিং বোর্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছিল
এই চিঠি সেটলড ইস্যু, এর মধ্যে সিআইডি-র কী করার আছে
মদন মিত্রর মন্তব্যে প্রতিক্রিয়া- মদন মিত্রকে জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুধু বলব মুখ্যমন্ত্রী পুলিস মন্ত্রী হিসেবে এটা চালনা করছেন
আমি মুখ্যমন্ত্রীর কষ্টটা বুঝি
ওনার ইউএসপি সততার প্রতীক এখন প্রশ্নের মুখে, তাই উনি এসব করছেন "শুধু আমি চোর? তুমিও চোর?" এটা প্রমাণ করার দায়িত্ব বর্তেছে সিআইডির ওপর
চন্দন বসু একটুও বেশি সুবিধা পাননি
ভারতবর্ষে নিউটাউনের মত শহর হয়নি
এক টুকরো কাগজ বের করা মমতার পক্ষে সম্ভব নয়, পুলিস, সিআইডি, বিচারবিভাগীয় কমিশন কিচ্ছু করতে পারবে না
মমতা কে? আশা করব তিন বছর মুখ্যমন্ত্রী থাকুন উনি
মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট হতে দেবেন না
আমি ১০০ শতাংশ নিশ্চিত লোকসভা ভোট নভেম্বর-ডিসেম্বর মাসে হবে
মদন মিত্র সিঙ্গুরে মাচায় শুয়ে রাতে আমাকে ফোন করতেন, "গৌতম বাবু বাঁচান।"
হারতে শুরু করলে পার্টি রাখা মুশকিল মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলগুলো কেউ সঙ্গে নেই আজ
এবারে সরকারে গেলে অনেকগুলো সংশোধনী নিতাম আমরা
হার শেখেনি বামপন্থীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ছাড়া জেতা মুশকিল
এত লোক মরছে, এর জবাব লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন
আমরা এক হাতে মোদীকে ঠেকাবো, আর আমাদের এম পি কে ধার দেব
মমতার এক বছর পালন দেখেছেন, দুবছর পালনটা টের পেলেন?

.