মাদ্রাসা পরীক্ষার আগেই মাইক বাজিয়ে সভা মুখ্যমন্ত্রীর

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, তাই মাইক বাজিয়ে সভা করা যাবেনা। তাঁর প্রশাসনের জারি নিয়ম ভাঙলেন মুখ্যমন্ত্রী নিজেই। পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় রীতিমতো মাইক বাজিয়ে সরকারি অনুষ্ঠান করলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Feb 18, 2013, 10:01 PM IST

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, তাই মাইক বাজিয়ে সভা করা যাবেনা। তাঁর প্রশাসনের জারি নিয়ম ভাঙলেন মুখ্যমন্ত্রী নিজেই। পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় রীতিমতো মাইক বাজিয়ে সরকারি অনুষ্ঠান করলেন মুখ্যমন্ত্রী।  
নিষেধের খাঁড়া নেমেছিল রবিবার। হুগলির চুঁচুঁড়ায় বামেদের সভা বন্ধের নোটিস টাঙিয়ে দিয়েছিল প্রশাসন। কারণ হিসেবে বলা হয়েছিল, মঙ্গলবার মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। তার ৭২ ঘন্টা আগে মাইক বাজিয়ে সভা করা যাবে না। শেষ পর্যন্ত ম্যাটাডোরে সভা করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ওই যুক্তি খাড়া করেই শনিবার মালদায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সভা বাতিলের নির্দেশ দিয়েছিল প্রশাসন। 
আর মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা শুরুর ২৪ ঘন্টারও কম সময় আগে মাইক বাজিয়ে সভা হল। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ঘটা করে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা সংক্রান্ত বিধিনিষেধের কথা তাঁকে নিশ্চয়ই কেউ শোনাতে যাননি। সভা বন্ধের নোটিস দেওয়া তো দূরের কথা। মহিলা বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আগাগোড়া রাজনৈতিক ভাষণ দিয়ে গেলেন।
পোস্টারে নাম থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি অনুষ্ঠানে ছিলেন না পুরমন্ত্রী ফিরহাদ ওরফে ববি হাকিম। তবে তাঁর কথা এল মুখ্যমন্ত্রীর ভাষণে।
হয়তো মুখ্যমন্ত্রী বোঝাতে চাইলেন গার্ডেনরিচ কাণ্ডের পরেও ববির উপর তাঁর আস্থা এতটুকু কমেনি। আড়ালে আবডালে নাকি ববির বিরোধিতা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের দায়িত্বে থাকা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সে জন্যই কি এই প্রতীকি ছবিটা দেখা গেল আমতলার সভায়? শিখা মিত্রের সাসপেনশন অধ্যায়কে পিছনে ফেলে ফের কি  সোমেন মিত্রকে কাছে টেনে নিতে চাইছেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহলে সেই জল্পনাটাও শুরু হয়ে গেছে।

.