Mithun Chakraborty-Dev: রাজনীতিকে পাশে সরিয়ে শুটিং সেটে মিঠুন-দেব

'রাজনীতির কথা যদি বলি আমার মনে হয় এটাই হওয়া উচিত।  রাজনীতি পৃথিবীতে আনা হয়েছে মানুষের ভালো করার জন্য, মানুষের কাজ করার জন্য। যে দল মানুষের কাজ করবে তাকেই ভোট দেওয়া উচিত।', দেব

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 5, 2022, 05:11 PM IST
Mithun Chakraborty-Dev: রাজনীতিকে পাশে সরিয়ে শুটিং সেটে মিঠুন-দেব

নান্টু হাজরা: অভিজিৎ সেনের আগামী ছবি 'প্রজাপতি', সেই ছবিতেই বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) ও দেব(Dev)। মঙ্গলবার কলকাতায় শুরু হল ছবির শুটিং। সকাল থেকে সল্টলেকের আই এ ব্লকের ২০২ নম্বর বাড়িতে চলছে এই ছবির শুটিং। মিঠুন ও দেবের পাশাপাশি এদিন শুটিংয়ে হাজির ছিলেন খরাজ মুখোপাধ্যায়ও। 

শুটিংয়ের মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। অভিনেতা বলেন, 'সিনেমার নাম প্রজাপতি। আমি আর দেব আছি। মিষ্টি একটা হিরোইন আছে। ডেঞ্জারেস অভিনেতা খরাজ আছে। দু-তিনজন অভিনেতা আছে, যাদের সামনে খুব সামলে কাজ করি। খরাজ,পরানদা, রজতাভ কখন ইয়ার্কার মারবে আমি ব্যাট তুলিই না। ভালো সুন্দর একটা মিষ্টি গল্প। রোমাঞ্চ আছে, দুঃখও আছে। বাবা ছেলের  সম্পর্ক অসাধারণ। তার সঙ্গে মধুর লাইন আপ রোমান্স আছে। দেখে ভালো লাগবে।' কেন 'প্রজাপতি' করতে রাজি হলেন? উত্তরে মেগাস্টারের দাবি, 'এখন দেখে শুনে কাজ করি ,যেটা খুব ভালো লাগে। প্রজাপতি দারুন গল্প তাই এই ছবি করার সিদ্ধান্ত নিয়েছি। মাঝে অনেকদিন সুযোগ আসেনি, বা এসেও চলে গেছে।' 

আরও পড়ুন:Kaali: ছবির পোস্টারে ধূমপানে মশগুল 'কালী', পরিচালকের বিরুদ্ধে দায়ের FIR

সোমবার থেকে কলকাতায় আসা মাত্র মিঠুন চক্রবর্তীকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তিনি বিজেপির সদস্য, অন্যদিকে দেব তৃণমূল কংগ্রেসের সদস্য ও সাংসদ, দেবের প্রযোজনায় ছবি করা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতাকে। মিঠুনের সাফ জবাব, 'দেবের সঙ্গে অন্য সম্পর্ক। সবসময় ও আমার খুব প্রিয়। ওর সঙ্গে অন্য ধরণের মিষ্টি সম্পর্ক আমার। এছাড়া একদিনে আমি দুটো কাজ করি না। এক দিনে একটা কাজ করি, কাল একটা কাজ করেছি, সেটা শেষ। আজ শুধু সিনেমা করছি।' রাজনীতি নিয়ে সিনেমার সেটে কোনও কথাই বলতে চান না অভিনেতা। 

আরও পড়ুন: Shah Rukh-Salman: ২৭ বছর পর একই ছবিতে দুই নায়ক শাহরুখ-সলমন!

সিনেমার সেটে রাজনীতির প্রসঙ্গ আসায় কিছুটা বিরক্ত দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কীভাবে এই ছবির পরিকল্পনা হয়। অভিনেতা বলেন,'রাজনীতি কেন আসছে? ছবি নিয়ে আলোচনা করার কথা। মিঠুনদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। আমাদের কাছে যখন গল্পটা আসে তখন আমিই বলি এই রোলটা মিঠুনদা ছাড়া হবে না। তখন আমি একটা রিয়ালিটি শোয়ের শুটিং করছিলাম। তার পরের দিন মিঠুনদাকে বলি। আমার মনে হয় অসাধারণ একটা গল্পে মিঠুনদা ও আমাকে একসঙ্গে দেখা যাবে। এর আগে আমরা একটা ছবি করেছি 'হিরোগিরি'। অনেক বছর পর এমন একটা ছবি হচ্ছে। সব যদি ঠিকঠাক থাকে তবে ক্রিসমাসে দর্শক একটা ভালো ছবি পাবে। আমার মনে হয় দর্শকদের এই জুটি ভালো লাগবে।'

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: সামান্থার প্রোফাইল হ্যাকড! হইচই নেটপাড়ায়

প্রথম থেকেই দেখা গেছে যে দেব সৌজন্য রাজনীতির পক্ষে। এদিনও তাঁর কথায় উঠে এল সেই বার্তাই। সাংসদ বলেন, 'রাজনীতির কথা যদি বলি আমার মনে হয় এটাই হওয়া উচিত।  রাজনীতি পৃথিবীতে আনা হয়েছে মানুষের ভালো করার জন্য, মানুষের কাজ করার জন্য। যে দল মানুষের কাজ করবে তাকেই ভোট দেওয়া উচিত। আমার মনে হয় মিঠুনদারও একই চিন্তা ভাবনা। রাজনীতির জন্য যেন ছবির কাজ নষ্ট না হয়, আবার ছবির জন্য যেন রাজনীতিতে প্রভাব না পড়ে অর্থাৎ আমার ছবির জন্য ঘাটালের মানুষ পরিষেবা পাবে না, এরকমও যেন না হয়।' 

আরও পড়ুন: Darlings Teaser: রহস্যময়ী মা-মেয়ে, টিজারেই বাজিমাত 'ডার্লিংস' আলিয়া-শেফালির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.