Coronavirus: দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ল অনেকটাই, কমল সংক্রমণ

 রবিবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। 

Updated By: Sep 12, 2021, 10:18 AM IST
Coronavirus: দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ল অনেকটাই, কমল সংক্রমণ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে জারি রয়েছে উদ্বেগ। রবিবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১। করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫। একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ২৩ হাজার ৬৩১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪২ লক্ষ ১২ হাজার ৬০৩।

আরও পড়ুন, ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য প্রস্তুত Pfizer -এর টিকা, অপেক্ষা অনুমোদনের

রাজ্যে টানা ৪ দিন ধরে ৭০০-র উপরে থাকল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। কলকাতায় আক্রান্ত ১০০-র উপরেই। শীর্ষে উত্তর ২৪ পরগনা।   শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে একদিনে ৭৫২ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় সংক্রামিত ১১৯ জন এবং উত্তর ২৪ পরগনায় ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

অন্যদিকে, শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) বলছে, রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৮২৪ জনের। কোভিড ভাইরাস ধরা পড়েছে ৭৫২ জনের শরীরে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শতাধিক। কলকাতায় সংক্রামিত ১১৯। এবং উত্তর ২৪ পরগনায় ১২৭। হাওড়া,হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৪৩, ৫২ ও ৫৬।  ৩৯ জন আক্রান্ত দার্জিলিঙে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.