রাজ্যে বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা

আজ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সিপিআইএম।

Updated By: Mar 6, 2014, 10:10 AM IST

আজ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সিপিআইএম।

দেখে নেওয়া যাক সম্ভাব্য প্রার্থী করা হচ্ছেন--

এই প্রথম রায়গঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন মহম্মদ সেলিম। মালদা উত্তর আসনে নতুন প্রার্থী খগেন মুর্মু। জঙ্গিপুর আসনে প্রার্থী থাকছেন মুজফফর হুসেন। মুর্শিদাবাদ আসনে সিপিআইএমের প্রার্থী মইনুল হাসান। বনগাঁ থেকে লড়বেন প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস। বারাকপুরে নতুন প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষিণী আলি।

দমদম লোকসভা আসনে সিপিআইএমের প্রার্থী প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। মথুরাপুর আসনে প্রার্থী হচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যাদবপুর আসনে প্রার্থী সুজন চক্রবর্তী। দক্ষিণ কলকাতা আসনে সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখার্জি। উত্তর কলকাতা থেকে লড়বেন রূপা বাগচি।

হাওড়া লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন শ্রীদীপ ভট্টাচার্য। উলুবেড়িয়া আসনে নতুন মুখ আক্রম হুসেন মোল্লা। শ্রীরামপুর আসনে প্রার্থী ভারতী মুত্সুদ্দি। তমলুক আসনে লড়াইয়ের নতুন মুখ তাপস সিনহা। কাঁথি আসনে সিপিআইএমের প্রার্থী প্রশান্ত প্রধান। ঝাড়গ্রাম লোকসভা আসনে থেকে লড়বেন গতবারের বিজয়ী প্রার্থী পুলিস বিহারী বাস্কে। বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী থাকছেন গত সাতবারের জয়ী বাসুদেব আচারিয়া। আসানসোল আসনে প্রার্থী বংশগোপাল চৌধুরী। বোলপুর আসনে প্রার্থী গতবারের জয়ী রামচন্দ্র ডোম।

.