পুজো দিয়ে বর্ষশেষ মুখ্যমন্ত্রীর, সেইসঙ্গে বর্ষবরণও

অনলাইনের যুগ এখন। সব কাজই প্রায় কম্পিউটারে। খাতা-পেন-পেন্সিল নিয়ে বসে পড়া নয়। বরং মাউস-কি বোর্ড নিয়ে নাড়াচাড়া। তবু হিসেবটা একটু হলেও আলাদা, বাংলা নববর্ষে। আজ হালখাতা উত্‍সব। লাল রঙের জাবদা খাতা, আজও বহু ব্যবসায়ীর ভরসার জায়গা। পুরনো সব ধারদেনা শোধ করার দিন। নতুন ভাবে, নতুন বছরে পা রাখার পালা। শুরু থেকে আবার শুরু করার দিন। আজ কালীঘাটের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি।     

Updated By: Apr 15, 2017, 08:31 AM IST
পুজো দিয়ে বর্ষশেষ মুখ্যমন্ত্রীর, সেইসঙ্গে বর্ষবরণও

ওয়েব ডেস্ক: অনলাইনের যুগ এখন। সব কাজই প্রায় কম্পিউটারে। খাতা-পেন-পেন্সিল নিয়ে বসে পড়া নয়। বরং মাউস-কি বোর্ড নিয়ে নাড়াচাড়া। তবু হিসেবটা একটু হলেও আলাদা, বাংলা নববর্ষে। আজ হালখাতা উত্‍সব। লাল রঙের জাবদা খাতা, আজও বহু ব্যবসায়ীর ভরসার জায়গা। পুরনো সব ধারদেনা শোধ করার দিন। নতুন ভাবে, নতুন বছরে পা রাখার পালা। শুরু থেকে আবার শুরু করার দিন। আজ কালীঘাটের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি।     

আরও পড়ুন আজ পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো, এই সুরে সুর মেলাবার দিন

পুজো দিয়ে বর্ষশেষ মুখ্যমন্ত্রীর। সেইসঙ্গে বর্ষবরণও। গতরাতে সাড়ে এগারোটা নাগাদ তিনি পৌছে যান কালীঘাট মন্দিরে। সেখানেই রাত বারোটায় পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন পরিবারের সদস্যরাও। পুজো শেষে বেরিয়ে, সবার মধ্যে প্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন  ব্রাত্য বসুর উদ্যোগে দমদম রবীন্দ্রভবনে দু-দিন ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান

.