মামলা প্রত্যাহর হলে আইনী পথে যেতে পারে বামেরা

রাজ্য সরকার যদি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে, তবে তার বিরুদ্ধে আইনী পথে যাওয়ার সিদ্ধান্ত নিল বামেরা। কোঝিকোড়ে ২০তম পার্টি কংগ্রেসে একথা ঘোষণা করেন দলের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মতে, সরকার এই সিদ্ধান্ত নিলে তা হবে দলতন্ত্রের চরম উদাহরণ।

Updated By: Apr 5, 2012, 09:01 PM IST

রাজ্য সরকার যদি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে, তবে তার বিরুদ্ধে আইনী পথে যাওয়ার সিদ্ধান্ত নিল বামেরা। কোঝিকোড়ে ২০তম পার্টি কংগ্রেসে একথা ঘোষণা করেন দলের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মতে, সরকার এই সিদ্ধান্ত নিলে তা হবে দলতন্ত্রের চরম উদাহরণ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। জেলার সরকারি আইনজীবীদের কাছে এই মর্মে আবেদন করার জন্য নির্দেশিকাও পাঠানো হয়েছে।  
অন্যদিকে আইনমন্ত্রী মলয় ঘটকের অভিযোগ, আগের বাম সরকার তৃণমূল নেতাকর্মীদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলা সাজিয়েছিল। সেই কারণেই ওই সমস্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এদিন পার্টি কংগ্রেস চলাকালীন দেশের সংবাদ মাধ্যমের কাছে রাজ্য সরকারের অগণতান্ত্রিক আচরণ নিয়েও সরব হন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই নজিরবিহীন ভাহে আক্রান্ত হয়েছে রাজ্যের গণতন্ত্র।

.