গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা মিটল নির্বিঘ্নেই, ভোট পড়ল ৬৮ শতাংশ

দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে আগামী ১৪ ডিসেম্বর

Updated By: Dec 9, 2017, 09:21 PM IST
গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা মিটল নির্বিঘ্নেই, ভোট পড়ল ৬৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদন:বিক্ষিপ্তভাবে কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়া ছাড়া মোটামুটি শন্তিপূর্ণ ভাবেই শেষ হল গুজরাট বিধানসভার প্রথম পর্বের ভোটগ্রহণ। প্রথম দফায় ভোট পড়ল ৬৮ শতাংশ।

শনিবার প্রথম দফায় ভোটগ্রহণ করা হয় রাজ্যের ৮৯টি কেন্দ্রে। লড়াইয়ের ময়দানে ছিলেন ৯৭৭ প্রার্থী। ভোটদাতার সংখ্যা ছিল ২.১২ কোটি। বিকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৬৮ শতাংশ ভোট পড়ার কথা জানিয়ে দেওয়া হয়।

দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে আগামী ১৪ ডিসেম্বর। ১৮২ আসনের গুজরাট বিধানসভার দ্বিতীয় পর্বে ভোট নেওয়া হবে বাকি ৯৩টি আসনে। গণনা হবে ১৮ ডিসেম্বর।

শনিবার বিকাল প‌র্যন্ত বিভিন্ন জায়গায় ভোট পড়ার হার-

মোরবি-৬৫%

রাজকোট-৭০%

জুনাগড়-৬৫%

গ্রিসমনাথ-৭০%

আমরেলি-৬৭%

ভারুচ-৭১%

সুরাট-৭০%

বালসাড়-৭০%

নর্মদা-৬২%

সোমনাথ-৭০%

নবসারি-৭৫%

বোটাদ-৬০%

সুরেন্দ্র নগর-৬৫%

কচ্ছ-৬৩%

দ্বারকা-৬৩%

জামনগর-৬৫%

পোরবন্দর-৬০%

ভবনগর-৬২%

তাপি-৭৩%

ডাঙ্গ-৭০%

আরও পড়ুন-উধাও চেনা উত্তেজনা, গুজরাটে প্রথম দফায় জীবন বইল নিয়ম মেনেই

.