Opposition Alliance: 'বিজেপির সঙ্গে এবার I.N.D.I.A-র লড়াই হবে, দেখে নেব', জোটের মঞ্চে হুঙ্কার মমতার

“I.N.D.I.A-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? পারলে লড়ে দেখান।৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে। আজকে আমরা ৪২০ করে দিয়েছি। পারলে বেঙ্গালুরু থেকে লড়ে দেখান।'' মঞ্চ থেকেই বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Updated By: Jul 18, 2023, 06:09 PM IST
Opposition Alliance: 'বিজেপির সঙ্গে এবার I.N.D.I.A-র লড়াই হবে, দেখে নেব', জোটের মঞ্চে হুঙ্কার মমতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণতন্ত্রকে কেনার চেষ্টা করা হচ্ছে। ভাজপা কি ভারতকে চ্যালেঞ্জ করবে? পারলে বেঙ্গালুরু থেকে লড়ে দেখান। বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিশন ২০২৪-এ বেঙ্গালুরুতে ২৬টি রাজনৈতিক দলের বৈঠক। রাহুল গান্ধীকে ফেভারিট বলে সম্বোধন মমতার। বেঙ্গালুরুর পর পরবর্তী বৈঠক মহারাষ্ট্রে। ৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি। গণতন্ত্রকে কেনার চেষ্টা করা হচ্ছে। ভাজপা কি ভারতকে চ্যালেঞ্জ করবে? পারলে বেঙ্গালুরু থেকে লড়ে দেখান। মঞ্চ থেকেই বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিশন ২০২৪-এ বেঙ্গালুরুতে ২৬টি রাজনৈতিক দলের বৈঠক। রাহুল গান্ধীকে ফেভারিট বলে সম্বোধন মমতার। 

আরও পড়ুন, Opposition Alliance | INDIA: INDIA-র পরবর্তী বৈঠক মুম্বইয়ে, জোট চালাবে স্টিয়ারিং কমিটি

বেঙ্গালুরুর পর পরবর্তী বৈঠক মহারাষ্ট্রে। এদিন মমতা বলেন, আজ থেকে একটা চ্যালেঞ্জ শুরু করলাম। ইউপিএ-এর নাম শুনেছেন এখন নেই। এনডিএ -আছে কিন্তু বেশিদিন থাকবে না। সরকার বেচা-কেনাই একমাত্র লক্ষ্য কেন্দ্রের। এনডিএ কি চ্যালেঞ্জ জানাবে? দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। বিজেপি তো দেশকে বেঁচতে চাইছে। গণতন্ত্রকে কিনতে চাইছে। কেউ বিরোধীদের সমর্থন করলে পরেরদিন তাঁর বাড়িতে ইডি-সিবিআই চলে যায়। আমরা দেশপ্রেমিক। আমাদের সব ফোকাস I.N.D.I.A নিয়ে। সব প্রোগ্রাম, সব কর্মসূচী I.N.D.I.A ব্যানারে নেওয়া হবে। দেশ বাঁচাবে I.N.D.I.A। 

মমতা এদিন আরও বলেন, “I.N.D.I.A-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? পারলে লড়ে দেখান। ৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে। আজকে আমরা ৪২০ করে দিয়েছি। যেখানে ভারত জিতবে বিজেপি হারবে।” বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠকে বিজেপি বিরোধী জোটের নাম চূড়ান্ত হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। যা সংক্ষেপ করলে দাঁড়াচ্ছে I.N.D.I.A.।  যদিও I.N.D.I.A-র মুখ কে হবেন? তা এখনও চূড়ান্ত নয়। এপ্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ১১ জনের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে। নাম তাঁরাই বেছে নেবে। 

আরও পড়ুন, Opposition Meeting | INDIA: 'ন্যাশনাল' ও 'ডেমোক্র্যাটিক', দুই শব্দে আপত্তি তৃণমূলের! বদলাবে INDIA?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.