Ben Stokes: অবসর ভেঙে ফিরলেন স্টোকস, তাঁকে নিয়েই ইংল্যান্ডের কাপযুদ্ধের দল

২০১৯ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বেন স্টোকস। টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

Updated By: Aug 16, 2023, 09:41 PM IST
Ben Stokes: অবসর ভেঙে ফিরলেন স্টোকস, তাঁকে নিয়েই ইংল্যান্ডের কাপযুদ্ধের দল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা ছিলই। বিশ্বকাপের আগে অবসর ভেঙে ইংল্যান্ডে একদিনের ক্রিকেট দলে ফিরলেন বেন স্টোকস। গত বছরের ১৯ জুলাই শেষবার একদিনের ম্যাচে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: আনোয়ারের জোড়া গোলে নেপালের টিমকে উড়িয়ে পরের রাউন্ডে মেরিনার্স

চার বছর পার। চলতি বছরে ফের অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। কবে? ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এবার আয়োজক ভারত। শুধু তাই নয়, ১৯৯৬-র পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে। ২৭ জুন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে আইসিসি। পরে আবার ৯ ম্যাচের দিনক্ষণ বদল করা হয়।

এর আগে, ২০১৯ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবছরই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বেন স্টোকস। ফাইনালে পরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বস্তুত, তাঁর ব্যাটে ভর করেই বিশ্বকাপের বাজিমাত ইংরেজরা। কিন্তু টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরে একদিন অবসর নেন স্টোকস। কবে? গত বছরের জুলাইয়ে। ফিরলেন আবারও।

এদিন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ইংল্য়ান্ডের দল ঘোষণা করা হয়েছে।  সেই দলে রাখা হয়েছে হয়েছে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও।  ইংল্যান্ডের জাতীয় দলের সিনিয়র নির্বাচক লিউক রাইট বলেন, ”ইংল্যান্ডের জার্সিতে স্টোকসকে দেখে সবাই খুশিই হবেন।”

আরও পড়ুন: East Bengal: ময়দানে লাল-হলুদ মশাল জ্বলছে... ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.