রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি ব্রাজিল-জার্মানি

Updated By: Oct 22, 2017, 10:31 AM IST
রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে মুখোমুখি ব্রাজিল-জার্মানি

নিজস্ব প্রতিবেদন : যুবভারতী ক্রীড়াঙ্গনে শিল্প বনাম শক্তির লড়াই। সুপার সান্ডের সন্ধ্যায় যুবভারতীতে মেগা দ্বৈরথ। ফুটবলের মক্কায় মুখোমুখি বিশ্বফুটবলের দুই শক্তি জার্মানি ও ব্রাজিল। যুব বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। মেগা ডুয়েলে মজে ফুটবলের শহর কলকাতা।

তিন বছর পর  ফিফা বিশ্বকাপের মঞ্চ, তারপর প্রথমবার রবিবার মুখোমুখি হচ্ছে জার্মানি বনাম ব্রাজিল। দুই দলের শেষ সাক্ষাতে লজ্জার হার হারতে হয়েছিল সেলেকাওদের। ২০১৪-র  ৭ জুলাই বেলো হরাইজন্তে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ধাক্কা দিয়েছিল জার্মানি। সাত-সাতটা গোল হজম করতে হয়েছিল নেইমারের দেশকে। বেলো হরাইজন্তেতে লজ্জার সেই হারের পর মুখ ঢেকেছিল স্কোলারি ব্রিগেড। মিনেইরোর বদলা এবার কলকাতায় নিতে মরিয়া অ্যালান, ব্রেনার-রা। অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে শেষ আটে আমাদউয়ের দেশ। পাওলিনহো, লিঙ্কনদের খেলায় শিল্পের ছোঁয়া। যুব বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে নেইমারদের পরবর্তী প্রজন্ম।

অন্যদিকে ইরানের কাছে প্রথম ম্যাচে হারলেও যুব বিশ্বকাপ যত গড়িয়েছে ছন্দ খুঁজে পেয়েছে জার্মানি। আর্প, ইয়েবোয়ারা ভরসা দিচ্ছে উককে। যদিও শেষ আটের লড়াইয়ের আগে বেশ কয়েকজন ফুটবলারের চোট চিন্তায় রেখেছে জার্মান শিবিরকে। তবে জার্মানির কোচ সাফ বলছেন, রবিবারের ম্যাচটাই তার দলের ফুটবলারদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে। যুবভারতীতে অধিকাংশ অংশই রবিবার গলা ফাঁটাবে ব্রাজিলের জন্য। সেটা ভালোমত জেনেও অবশ্য দর্শক সমর্থন নিয়ে ঘাবড়াচ্ছেন না জার্মানির হেড স্যার।

শিল্প বনাম শক্তির লড়াই শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।

অন্য খবর, 'ডেঙ্গিতে মৃত্যু' কলকাতার স্কুলছাত্রের

.