তৈরি তো! একটু পরেই এল ক্লাসিকো

আজ রাতে বছরের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। কোপা দেল রে-র মেগা সেমিফাইনালে দুই সেরা দলের লড়াই ঘিরে ফুটবল উন্মাদনা তুঙ্গে। ন্যুক্যাম্পে রোনান্ডো আর মেসির দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Updated By: Feb 26, 2013, 08:08 PM IST

আজ রাতে বছরের দ্বিতীয় এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। কোপা দেল রে-র মেগা সেমিফাইনালে দুই সেরা দলের লড়াই ঘিরে ফুটবল উন্মাদনা তুঙ্গে। ন্যুক্যাম্পে রোনান্ডো আর মেসির দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আজ রাতে বছরের দ্বিতীয় এল ক্লাসিকো। রিয়ালের ঘরের মাঠে লড়াই দুই বিশ্বসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসির মধ্যে। কোপা দেল রে-র ফিরতি এল ক্লাসিকো ঘিরে বার্সিলোনায় ফুটবল উন্মাদনা তুঙ্গে। সেই ফুটবল উন্মাদনার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ফুটবল বিশ্বে। এই ম্যাচের যাবতীয় আকর্ষণ মেসি আর রোনাল্ডোকে ঘিরেই।ফর্মের চূড়ায় আছেন দুই মহাতারকাই। ব্যালন ডি অরের লড়াই মেসির কাছে হারের পর থেকেই তেতে আছেন রোনাল্ডো। লা লিগায় আগের ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমে হিগুয়েনকে দিয়ে গোল করে দলকে জিতিয়েছিলেন সি আর সেভেন।
তবে লা লিগায় টানা পনেরো ম্যাচে গোল করে খেলতে নামছেন মেসি। ঘরের মাঠে রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত আর্জেন্তেনীয় সুপারস্টার। ক্যাসিয়াস ছাড়া বাকি সবাইকে পাচ্ছেন রিয়াল কোচ মোরিনহো। গত সাতটি এলক্লাসিকোর মধ্যে ছটাতেই গোল রয়েছে রোনাল্ডোর। সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া সি আর সেভেন। বার্সেলোনা টিম গেমে বিশ্বাসী হলেও, তাদের নয়নের মণি পঁচিশ বছরের কিংবদন্তি মেসিই।
আর্জেন্টিনীয় সুপারস্টারের সামনে আরেক কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ। এল ক্লাসিকোয় আঠেরো গোল রয়েছে দি স্টিফানোর। কিংবদন্তি স্প্যানিশ তারকার থেকে মাত্র এক গোল দূরে মেসি। বার্সেলোনা সমর্থকরা বলছেন,এই মুহুর্তে মেসি যা ফর্মে রয়েছে,তাতে মাদ্রিদ ডিফেন্স তাঁকে কোনওভাবেই আটকাতে পারবেন না। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচে মেসি-রোনাল্ডোর দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব। 

.