ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ

কেরিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতলেন রোমানিয়ার এই টেনিস তারকা। 

Updated By: Jun 11, 2018, 10:50 PM IST
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ

নিজস্ব প্রতিবেদন: ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন রোমানিয়ার সিমোনা হালেপ। হাড্ডাহাড্ডি ফাইনালে আমেরিকার স্লোয়েন স্টিফেন্সকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে দেন শীর্ষ বাছাই এই টেনিস তারকা। এই প্রথম ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন হালেপ।

আরও পড়ুন- দ্বিতীয়বার বিয়ে করলে হাসিনকে নিমন্ত্রণ করব : শামি

ফরাসি ওপেনের ফাইনালে খেলা ছিল বিশ্বের শীর্ষ বাছাই এবং দশ নম্বর খেলোয়াড়ের মধ্যে। মনে করা হচ্ছিল সহজেই জিতে ট্রফি হাতে তুলবেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। কিন্তু খেলা যখন শুরু হল তখন দেখা গেল র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা স্লোয়েন স্টিফেন্সের কাছে হারতে হচ্ছে হালেপকে।

আরও পড়ুন- দাড়ি বিমা বিতর্কে দাঁড়ি টানলেন বিরাট

প্রথম সেট হেরে যাওয়ার পর সবাই ধরেই নিয়েছিলেন যে ফের একবার ফাইনাল থেকে রানার্স আপ হয়ে ফিরতে হবে তাঁকে। কিন্তু দ্বিতীয় সেট থেকে যেন সব পাল্টে গেল। দ্রুত ছন্দ খুঁজে পেলেন হালেপ। হঠাত্ই তেরোর মধ্যে বারো পয়েন্ট জিতে খেলার রাশ নিজের হাতে টেনে নেন তিনি। তারপর আর আটকানো যায়নি হালেপকে। অবশেষে তিন-ছয়, ছয়-চার, ছয়-এক ফলে ম্যাচ জিতে কেরিয়ারের প্রথম ফ্রেঞ্চ ওপেন খেতাব হাতে তুলে নেন রোমানিয়ার এই টেনিস তারকা।

 

 

 

.