Jasprit Bumrah থেকে Shardul Thakur! মিম মহোৎসবে মাতলেন Wasim Jaffer

ওয়াসিম জাফর আছেন জাফরেই! টুইট মাতিয়ে রেখেছেন মিম বন্যায়। ভারতের প্রাক্তন ওপেনার উপভোগ করছেন খেলার প্রতিটি মুহূর্ত।

Updated By: Jan 5, 2022, 10:54 PM IST
Jasprit Bumrah থেকে Shardul Thakur! মিম মহোৎসবে মাতলেন Wasim Jaffer
ওয়াসিম জাফর

নিজস্ব প্রতিবেদন: ওয়াসিম জাফর (Wasim Jaffer) মেতে আছেন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট নিয়ে। জোহানেসবার্গের প্রতিটা মুহূর্তই রীতিমতো উপভোগ করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। শার্দূল ঠাকুরের (Shardul Thakur) অলরাউন্ড পারফরম্যান্স থেকে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বনাম মার্কো জানসেনের (Marco Jansen) ধুন্ধুমার। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ব্যাট হাতে প্রত্যাবর্তন। সবে নিয়েই টুইটার মাতিয়েছেন জাফর।

শার্দূল বল হাতে সাত উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। যা দেখে মোহিত হয়েছেন জাফর। জোহানেসবার্গে উত্তাপ ছড়িয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মার্কো জানসেন (Marco Jansen)। বুধবার তৃতীয় দিনে ভারতের ইনিংসের শেষ দিকে প্রোটিয়া পেসার জানসেনের একের পর এক বাউন্সারে মেজাজ হারালেন বুমরা। প্রথম ইনিংসে জানসেনকে যেভাবে বাউন্সার দিয়ে বুমরা উত্যক্ত করেছিলেন, ঠিক সেভাবেই বুমরার দেখানো পথেই জানসেন এবার বদলা নিলেন। জানসেনের একটি বল বুমরার কাঁধে এসে লাগে। পরের বাউন্সার বুমরা একেবারেই বুঝে উঠতে পারেন না। আর এরপরেই বুমরা তেড়ে যান জানসেনের দিকে। জানসেন-বুমরার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। আম্পায়ার মারায়াস ইরাসমাস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শান্ত করেন দুই পেসারকে।  

দীর্ঘদিন রানের বাইরে থাকা অজিঙ্কা রাহানে (৫৮) ও চেতেশ্বর পূজারা (৫৩) অসাধারণ ব্যাটিং করেছেন। সেই কথা বলতেও ভোলেননি জাফর।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.