আজ জিতে কাকে ট্রফি উত্সর্গ করতে চান ফরাসি অধিনায়ক হুগো লরিস?

এবারের ইউরো কাপের পারফরম্যান্স অতীতের জঙ্গী হামলার ঘটনাকে ভুলতে সাহায্য করেছে। এমনটাই জানিয়েছেন ফ্রান্স দলের অধিনায়ক হুগো লরিস। আটমাস আগে স্ট্যাড দ্য ফ্রান্সে স্টেডিয়ামের বাইরে হামলা চালিয়েছিল আততায়ীরা। এই স্টেডিয়ামেই হতে চলেছে আজ রাতের মেগা ফাইনাল। চ্যাম্পিয়ন হয়ে হামলায় নিহতদের ট্রফি উত্সর্গ করতে চান ফরাসি ফুটবলাররা।

Updated By: Jul 10, 2016, 07:27 PM IST
আজ জিতে কাকে ট্রফি উত্সর্গ করতে চান ফরাসি অধিনায়ক হুগো লরিস?

ওয়েব ডেস্ক: এবারের ইউরো কাপের পারফরম্যান্স অতীতের জঙ্গী হামলার ঘটনাকে ভুলতে সাহায্য করেছে। এমনটাই জানিয়েছেন ফ্রান্স দলের অধিনায়ক হুগো লরিস। আটমাস আগে স্ট্যাড দ্য ফ্রান্সে স্টেডিয়ামের বাইরে হামলা চালিয়েছিল আততায়ীরা। এই স্টেডিয়ামেই হতে চলেছে আজ রাতের মেগা ফাইনাল। চ্যাম্পিয়ন হয়ে হামলায় নিহতদের ট্রফি উত্সর্গ করতে চান ফরাসি ফুটবলাররা।

আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

ফুটবলের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর লড়াই ফ্রান্সের। রবিবার ইউরোপ সেরা হতে পারলেই লে ব্লুজদের ফুটবল ইতিহাসে নতুন সূচনা হবে। দলের অন্দলমহলের বিবাদের জেরে শেষ এক দশকে ফ্রান্স দল নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে। ফিফার র‍্যাঙ্কিংয়েও অনেকটা পিছিয়ে গিয়েছে জিদানের দেশ। তারউপর গত নভেম্বরে প্যারিসে আততায়ী হামলা। রবিবার প্যারিসের যে স্ট্যাড দ্য ফ্রান্সের ঐতিহাসিক স্টেডিয়ামে মেগা ফাইনাল হতে চলেছে তার কাছাকাছি জায়গায় সন্ত্রাসবাদী হামলা হয়। সেই সময় প্রদর্শণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও জার্মানি। হামলাকারীদের হাত থেকে বাঁচতে ড্রেসিংরুমে আটকে ছিলেন দুদলের ফুটবলাররা। কেঁপে উঠেছিল গোটা ফ্রান্স। এবারের ইউরো কাপের পারফরম্যান্স অতীতের এই ঘটনাকে ভুলতে সাহায্য করেছে বলে মনে করেন ফরাসি দলের অধিনায়ক হুগো লরিস। ফাইনালের আগে নীল রংয়ে সেজে উঠেছে গোটা প্যারিস। এবার শেষ হার্ডেলটা জিতে বৃত্তটা সম্পূর্ণ করতে চান ফরাসি ফুটবলাররা।

আরও পড়ুন  গাভাসকরের জন্মদিনে এই ৫ টা তথ্য না জানলে আপনার ক্রিকেটটাই জানা হবে না!

 

.