Sourav Ganguly, ICC World Cup 2023: কোন ছকে খেললে বিশ্বকাপ জয় সম্ভব? রোহিতের টিম ইন্ডিয়াকে রাস্তা দেখালেন সৌরভ

দেশ হোক বা বিদেশ, সরস্বতী পুজোর দিন সৌরভের ঠিকানা একটাই। সেটা হল স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরী। নিজের পাড়ায় মহারাজ সময় কাটান এই দিনে। এবারও সেটার ব্য়তিক্রম হল না। 

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jan 26, 2023, 04:57 PM IST
Sourav Ganguly, ICC World Cup 2023: কোন ছকে খেললে বিশ্বকাপ জয় সম্ভব? রোহিতের টিম ইন্ডিয়াকে রাস্তা দেখালেন সৌরভ
বিরাট-রোহিতদের জন্য বিশেষ বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

অর্কদীপ্ত মুখোপাধ্যায় 

অনেক বছর ধরেই তিনি কথাটা বলছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলে আসছেন যে, "ভারত দ্বিপাক্ষিক সিরিজে দারুণ দল। তবে আইসিসি (ICC) প্রতিযোগিতায় ভালো পারফর্ম করতে হবে।" সরস্বতী পুজোর সকালে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) সেটা ফের একবার মনে করিয়ে দিলেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি। ২০১১ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বজয়ী হয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তবে গত দু'বার সেমি ফাইনাল থেকে কাপ যুদ্ধ থেকে বিদায় নিয়েছিল ভারতীয় দল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও খালি হাতে ফিরেছে ভারত। সেটা মনে করিয়ে দিয়েই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেদের রাস্তা দেখালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

জি ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাতকারে সৌরভ বলেন, "ভারত খুবই শক্তিশালী দল। আশাকরি আগামি ছয় মাস ওরা একসঙ্গে খেলবে। আর সেটা হলে এই দলটা কিন্তু ভালো পারফর্ম করবে।" আইসিসি ইভেন্টে গত কয়েক বছরে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করেছে, সেটা খুব কাছ থেকে দেখেছেন সৌরভ। তাই ফের জুড়ে দিলেন, "বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। কিন্তু এই দলকে চাপমুক্ত হয়ে খেলতে হবে। অহেতুক চাপ নিলে চলবে। খুবই শক্তিশালী দল। কিন্তু ক্রিকেটে মাইন্ডসেটও একটা বড় অংশ। সেটা মাথায় রেখে খেলতে হবে।"  

দেশ হোক বা বিদেশ, সরস্বতী পুজোর দিন সৌরভের ঠিকানা একটাই। সেটা হল স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরী। নিজের পাড়ায় মহারাজ সময় কাটান এই দিনে। এবারও সেটার ব্য়তিক্রম হল না। দীক্ষা মঞ্জরীতে সকাল থেকে রইলেন তিনি। সঙ্গে স্কুলের সদস্য ও ঘনিষ্ঠরা। এতদিন এই পুজো সানা গঙ্গোপাধ্যায় দেখলেও বর্তমানে পড়াশোনার জন্য তিনি লন্ডনে। সানার পুজোয় তার অভাব অনুভব করতে দিলেন না মহারাজ। 

আরও পড়ুন: WIPL 2023: দল পেল না কলকাতা! মহিলা আইপিএলে সবচেয়ে দামি দল কিনল আদানি, বোর্ডের লাভ কত?

আরও পড়ুন: Virat Kohli and Shubman Gill: গ্যালারি থেকে উঠল 'সারা ভাবি' আওয়াজ! শুভমনের অবস্থা দেখে হেসে লুটোপুটি খেলেন বিরাট

 

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর এর সাফল্য বর্তমানে আকাশছোঁয়া। বিশ্বের প্রতিটা দেশ এখন ক্রোড়পতি লিগের ফরম্যাটে ফর্ম্যাটে টি-টোয়েন্টি লিগ আয়োজন করছে। এই পরিস্থিতিতে মহিলাদের টি-টোয়েন্টি লিগ আয়োজনের দাবি দীর্ঘদিনের ছিল। সেটারই উদ্যোগ নিয়েছিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। এহেন মহিলা আইপিএল-এর প্রসঙ্গে সৌরভ বলেন, "এটা সবারই পরিকল্পনা ছিল। তিন বছর ধরে আমি প্রেসিডেন্ট ছিলাম, জয় সেক্রেটারি। সবাই মিলেই করেছি এবার সেটা কার্যকর হল। এখন ভালো লাগছে। মহিলাদের আইপিএল একটা দারুণ জিনিস।" 

পুরুষদের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স অন্যতম দল। তবে মহিলাদের আইপিএল-এ কলকাতা দল পায়নি। কম টাকার প্রস্তাব দেওয়ায় বাতিল হয়ে যায় শাহরুখ খানের দলের বিড। এই বিষয়ে এবার মুখ খুললেন সৌরভ। তিনি বলেন, "বিডে দল পায়নি কলকাতা। আমার মনে হয় না পাঁচটা দলে সীমাবদ্ধ হবে মহিলাদের আইপিএল। সময়ের সঙ্গে দল বাড়বে। কলকাতা বিড করেছিল, কিন্তু পায়নি। আগামীতে কলকাতা টিম পাবে। সবে তো শুরু।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.