Karim Benzema: রিয়ালকে বিদায় জানিয়ে আল ইতিহাদে সই করতে পারেন করিম বেঞ্জেমা

২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 5, 2023, 04:09 PM IST
Karim Benzema: রিয়ালকে বিদায় জানিয়ে আল ইতিহাদে সই করতে পারেন করিম বেঞ্জেমা
সৌদি আরবে যাবেন করিম বেঞ্জেমা? ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার তাতেই পড়ল সিলমোহর। দীর্ঘ ১৪ বছর খেলার পর রিয়াল মাদ্রিদকে (Real Madrid) বিদায় জানালেন করিম বেঞ্জেমা (Karim Benbzema)। এবার কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন ফরাসি স্ট্রাইকার?

ক্লাবের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 'অধিনায়ক করিম বেঞ্জেমা ক্লাবকে বিদায় জানাচ্ছেন। দুর্দান্ত সফল একটা সময় এখানে কাটিয়েছেন তিনি। আগামী ৬ জুন তাঁকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হবে রিয়ালের তরফে। উপস্থিত থাকবেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।'

২০০৯ সালে লিওঁ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন বেঞ্জেমা। লস ব্লাঙ্কোসের হয়ে খেলেছেন ৬৪৭টি ম্যাচ। তাঁর নামের পাশে লেখা ৩৫৩টি গোল। ১৬৫টি গোলের নেপথ্যে তিনি। বেঞ্জেমাই ক্লাবের সর্বকালের দ্বিতীয় সেরা গোলদাতা। তাঁর ঝুলিতে বহু ট্রফি। এমনকী এই রিয়ালে থাকাকালীনই ব্যালন ডি’অর পুরস্কার উঠেছে তাঁর হাতে। এই দীর্ঘ পথচলায় এবার ইতি টানলেন তিনি।

আরও পড়ুন: Zlatan Ibrahimovic Retirement: চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন মেসি-রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ইব্রা

আরও পড়ুন: Lionel Messi And Al Hilal: রোনাল্ডোর পর মেসিও সৌদি আরবে, প্যারিসে আল হিলাল-কর্তারা, চুক্তির ঘোষণা খুব দ্রুত!

রিয়ালকে বিদায় জানানোর খবর নিশ্চিত হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কোন ক্লাবের জার্সি গায়ে তুলতে চলেছেন বেঞ্জেমা? শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথে হেঁটে ফরাসি তারকাও নাকি পাড়ি দিচ্ছেন সৌদি আরবে। আন্তর্জাতিক ফুটবল মহলে গুঞ্জন, বিপুল অর্থের বিনিময়ে সৌদির ক্লাব আল ইতিহাদে নাকি সই করতে চলেছেন তিনি। রেকর্ড অর্থে আল নাসেরে খেলছেন সিআর সেভেন। শোনা যাচ্ছে, পিএসজি-কে বিদায় জানানোর পর মেসিও সৌদির পথ ধরতে পারেন। এলএম টেনকে পেতে ঝাঁপিয়েছে আল হিলাল। এবার যদি সত্যিই বেঞ্জেমাও সৌদির ক্লাবে নাম লেখান, তাহলে নিঃসন্দেহে ফুটবলের মানচিত্রে আরও প্রকট হয়ে উঠবে মরুদেশের ছবি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.