Zlatan Ibrahimovic Retirement: চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন মেসি-রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ইব্রা

বাই-সাইকেল কিকের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। এরমধ্যে পাঁচ বার সিরি এ, চার বার লিগ ওয়ান, এক বার লা লিগা, এক বার ইউরোপা লিগ জিতেছেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 5, 2023, 12:35 PM IST
Zlatan Ibrahimovic Retirement: চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন মেসি-রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ইব্রা
ফুটবলকে বিদায় নেওয়ার সময় সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসির (Lionel Messi) মতো একাধিক সেরা পুরস্কার জোটেনি তাঁর কপালে। ব্যালন ডি’ওর (Ballon d'Or) কিংবা ইউরো কাপ (Euro Cup), তাঁর ক্যাবিনেটে নেই। তবে 'এলএম টেন' (LM 10) এবং 'সিআর সেভেন'-এর (CR 7) যুগেও ফুটবল দুনিয়ায় গত ২৩ বছর ধরে পেশাদার ফুটবল জগতে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। এহেন 'ইব্রা' ৪১ বছর বয়সে বুটজোড়া তুলে রাখলেন। এসি মিলানের (AC Milan) জার্সি গায়ে চাপিয়ে ভেরোনার বিরুদ্ধে শেষবারের মতো ৯০ মিনিটের যুদ্ধে নেমেছিলেন তারকা স্ট্রাইকার। এরপরেই গ্যালারি ভর্তি দর্শকদের সামনে নিজের বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। এবং 'ইব্রা'-র সেই বক্তব্য শুনে গোটা ফুটবল দুনিয়া-সহ তাঁর পরিবারের সদস্যরা অবাক হয়ে যান। কারণ, সুইডেনের ফুটবলার যে অবসরের মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, সেটা কেউই জানত না। 

অবসর ঘোষণা করার সময় স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। ইব্রা বলেন, "প্রথমবার যখন এসি মিলানে এসেছিলাম, আপনারা আমাকে খুশি করেছিলেন। দ্বিতীয়বার যখন ফিরে এসেছিলাম, তখন আপনারা আমাকে ভালোবেসেছেন। তাই হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ভক্তদের। দু’হাত বাড়িয়ে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন। নিজের দেশে থাকলে যে অনুভূতি হয়, আপনারা আমাকে সেটাই দিয়েছেন। এখন থেকে আমিও আপনাদের মতো এসি মিলানের সমর্থক হব। কারণ এটা শুধু ফুটবলকে বিদায় জানানোর সময়, আপনাদের নয়।" 

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: কে এই ব্রিজভূষণ? বিতর্কিত বাহুবলী নেতার পুরো বায়োডেটা সামনে রাখল জি ২৪ ঘণ্টা

আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: অভিযুক্ত ব্রিজভূষণকে ৯ জুনের মধ্যে গ্রেফতার করতে হবে, কেন্দ্রকে চাপে রাখলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত

বাই-সাইকেল কিকের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি। এরমধ্যে পাঁচ বার সিরি এ, চার বার লিগ ওয়ান, এক বার লা লিগা, এক বার ইউরোপা লিগ জিতেছেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। যদিও পরে আবার দেশের খেলতে রাজি হয়েছিলেন তিনি। এবং চলতি বছর পর্যন্ত সুইডেনের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন।  

সুইডেনের জাতীয় দল ছাড়া মাইমো এফএফ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, প্যারিস সঁ জরমঁ, জুভেন্তাস, ইন্টার মিলান, আয়াক্স আমস্টারডাম, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি এবং এসি মিলানের হয়ে মোট ৮১৯টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলে গোল করেছেন ৪৯৩টি। দেশের হয়ে ১২২টি ম্যাচে তাঁর ৬২টি গোল রয়েছে। এমন তারকা ফুটবলারের বিদায় মুহূর্তে তাঁকে অভিনব পদ্ধতিতে সম্মান জানানো হয়। পুরো স্টেডিয়াম জুড়ে এসি মিলানের সমর্থকরা বিশাল আকারের ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.