Kibu Vickuna: মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে বড় দায়িত্ব দিল Abhishek Banerjee-র Diamond Harbour FC

শুরুতে ঠিক হয়েছিল, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় দলকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু একাধিক তারকা ফুটবলার সই করানোর জন্য কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন হেড কোচকে দায়িত্ব দেওয়া হল।  

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: May 31, 2022, 09:05 PM IST
Kibu Vickuna: মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে বড় দায়িত্ব দিল Abhishek Banerjee-র Diamond Harbour FC
ফের কলকাতায় নতুন ইনিংস শুরু করছেন কিবু ভিকুনা।

নিজস্ব প্রতিবেদন: মোহনবাগানের (Mohun Bagan) আই লিগ (I league) জয়ী কোচ কিবু ভিকুনাকেই (Kibu Vickuna) ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) দলের দায়িত্ব দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মুহূর্তে স্ত্রীর সঙ্গে বিমানে রয়েছেন তিনি। বুধবার সকালে তিনি ফের একবার কলকাতায় পা রাখবেন। তারপর শুরু করবেন তাঁর নতুন ইনিংস।

শুরুতে ঠিক হয়েছিল, প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় দলকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু একাধিক তারকা ফুটবলার সই করানোর জন্য কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন হেড কোচকে দায়িত্ব দেওয়া হল।

ভারতে এসেই আই লিগ জিতেছিলেন। পরের মরশুমেই তাঁর ইনিংস শুরু হয় আইএসএল-এ। তবুও কলকাতার টানে ও ডায়মন্ড হারবার এফসির সর্বেসর্বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল প্যাশনে মুগ্ধ হয়ে তিনি কলকাতা লিগের প্রথম ডিভিশনের দলকে কোচিং করাতে রাজি হয়ে গেলেন।

Kibu Vickuna and his wife

আইএফএ’র (IFA) অনুমোদন পেয়েই শক্তিশালী দল গড়তে নেমে পড়েছে ডায়মন্ডহারবার এফসি। যেহেতু প্রথম ডিভিশনের দল, তাই বিদেশি ফুটবলার খেলানো যাবে না। ভাল দল গড়ার জন্য নির্ভর করতে হবে স্বদেশি ফুটবলারদের উপর। এক্ষেত্রে গত মরশুমে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ভাল খেলা ফুটবলারদের দলে নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন কর্তারা।

 

ইতিমধ্যেই ময়াদানের বড় ক্লাব খেলা অভিষেক দাস, তীর্থঙ্কর সরকার, ফুলচাঁদ হেম্ব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্র সই করেছেন। শোনা যাচ্ছে প্রসেনজিৎ পাল, সুখেন মুর্মূকে সই করানো হয়ে গিয়েছে। সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বাংলা দলের বেশ কিছু ফুটবলারকেও সই করানোর পরিকল্পনা হয়েছে। আর এক্ষেত্রে প্রথম পছন্দ বাংলা দলের গোলকিপার প্রিয়ান্ত সিং। গোলকিপার কোচ হিসেবে রয়েছেন অভ্র মন্ডল।

আরও পড়ুন: Wriddhiman Saha: বঙ্গ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? জানালেন ঋদ্ধি

আরও পড়ুন: Asia Cup Hockey 2022 : South Korea-র বিরুদ্ধে ৪-৪ ফলে ড্র করে ফাইনাল থেকে ছিটকে গেল Team India

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.