মোহনবাগানের নতুন কোচ স্প্যানিশ ভিকুনা

ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানেও স্প্যানিশ কোচ।

Updated By: May 10, 2019, 06:01 PM IST
মোহনবাগানের নতুন কোচ স্প্যানিশ ভিকুনা

নিজস্ব প্রতিবেদন : জল্পনা শেষ। নতুন কোচের নাম ঘোষণা করল মোহনবাগান। বেশ কয়েকদিন ধরে কিছু স্প্যানিশ কোচের নাম হাওয়ায় ভাসছিল। শেষ পর্যন্ত একজন স্প্যানিশ-ই হলেন মোহনবাগানের কোচ। স্প্যানিশ কোচ কিবু ভিকুনা ২০১৯-২০ মরশুমে মোহনবাগানের দায়িত্বে। ৪৭ বছরের এই কোচের উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। স্পেন ও  পোল্যান্ড, দুই দেশের ফুটবলেই কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

আরও পড়ুন-  সুনীল ছেত্রীদের হেডস্যার হলেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার স্টিম্যাচ

মোহনবাগানের কোচের দৌড়ে একটা সময় জাতীয় দলের প্রাক্তন অন্তর্বর্তীকালীন কোচ অ্যাশলে ওয়েস্টউড-এর নাম ভেসে উঠেছিল। অ্যাশলে ওয়েস্টউড আবার বেঙ্গালুরু এফসি-র কোচও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে সবাইকে হারিয়ে স্প্যানিশ কিবু ভিকুনা হলেন মোহনবাগানের কোচ। ভিকুনা এর আগে পোল্যান্ডের প্রথম ডিভিশন ক্লাব উইসলা প্লোক-এর কোচের দায়িত্বে ছিলেন। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানেও স্প্যানিশ কোচ। 

২০১৫-১৬ মরশুমে কোচিং স্টাফ থাকাকালীন পোলিশ সুপার কাপ জিতেছেন ভিকুনা। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে খেলা জান আরবানের সহকারী হিসাবে কাজ করেছেন ভিকুনা। তাঁর ফুটবল জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন মোহনবাগানের কর্তারা।

.