Vinicius Junior Racially Abused: বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র, কড়া আইনি ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ

ঘটনার সঙ্গে যুক্ত সমর্থককে ইতমধ্যেই চিহ্নিত করে ফেলেছে স্পেনের পুলিস ও রিয়ালের বিপক্ষ ক্লাব ভ্যালন্সিয়া। সেই সমর্থককে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছে। ভ্যালন্সিয়ার তরফ থেকেও এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 23, 2023, 08:56 PM IST
Vinicius Junior Racially Abused: বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র, কড়া আইনি ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ
বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্পেনের (Spain) ফুটবলে বর্ণবিদ্বেষের (Racially Abused) ঘটনা নতুন নয়। আফ্রিকার (Africa) ফুটবলারদের পাশাপাশি লাতিন আমেরিকার ফুটবলারদেরও বারবার বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলারদের মধ্যে দানি আলভেজ (Dani Alvez), নেইমার জুনিয়রকে (Neymar Jr) বর্ণবিদ্বেষমূলক আচরণের মুখে পড়তে হয়েছে। রিয়াল মাদ্রিদের (Real Madrid) তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকেও (Vinicius Junior) একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচেও একই ঘটনা দেখা গেল। স্বভাবতই এই ঘটনার নিন্দায় সরব সারা বিশ্ব। বর্ণবিদ্বেষমূলক আচরণের নিন্দা করেছেন ফিফা সভাপতি (FIFA President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। এদিকে ভিনিসিয়ুসকে গ্যালারি থেকে তাঁকে 'বাঁদর' বলা তিন সমর্থককে গ্রেফতার করেছে স্পেনের পুলিস। 

এই ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে রিয়াল মাদ্রিদ। অ্যাটর্নি জেনারেলের দফতরে অভিযোগ দায়ের করেছে স্পেনের এই বিখ্যাত ক্লাব। এই ঘটনার নিন্দা করে ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ বলে আখ্যা দিয়েছে রিয়াল। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'এই ধরনের আক্রমণকে ঘৃণামূলক অপরাধ হিসেবে গণ্য করে রিয়াল মাদ্রিদ। সেই কারণেই স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশেষ করে ঘৃণামূলক অপরাধ ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে যাতে প্রকৃত ঘটনা খুঁজে বের করা যায় এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া যায়, সেটা নিশ্চিত করতে চাইছে রিয়াল মাদ্রিদ।' 

আরও পড়ুন: Kami Rita Sherpa climb Mount Everest: ৫৩ বছর বয়সে সর্বাধিক ২৮বার এভারেস্ট জয়! নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা শেরপা

আরও পড়ুন: Rinku Singh, IPL 2023: নাইটদের নতুন তারকা রিঙ্কুর বুকে ঝড় তুলে দিলেন আফগান সুন্দরী ওয়াজমা

এদিকে ঘটনার সঙ্গে যুক্ত সমর্থককে ইতমধ্যেই চিহ্নিত করে ফেলেছে স্পেনের পুলিস ও রিয়ালের বিপক্ষ ক্লাব ভ্যালন্সিয়া। সেই সমর্থককে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছে। ভ্যালন্সিয়ার তরফ থেকেও এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'এই ধরনের সমর্থকরা সেই ২০১৯ সাল থেকে মাঠে এসে ঝামেলা করে আসছে। তবে এবার ব্যাপারটা বারাবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। তাই এমন সমর্থকদের আজীবনের জন্য নির্বাসিত করা হল।' 

ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস ২০১৮ থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। এখনও পর্যন্ত ১৪৯টি ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন ভিনিসিয়াস। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছেন এই উইঙ্গার। সেই কারণে রিয়াল সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ভিনিসিয়াস। কিন্তু ভালো পারফরম্যান্স দেখালেও, বারবার বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হতে হয়েছে এই ফুটবলারকে। বিপক্ষ দলের সমর্থকরা গ্যালারি থেকে যতই ব্যঙ্গ করুন না কেন, পারফরম্যান্সের মাধ্যমেই সেই আক্রমণের জবাব দিয়েছেন ভিনিসিয়াস। তবে তাঁকে বারবার আক্রমণের ঘটনা বরদাস্ত করতে নারাজ রিয়াল। কড়া অবস্থান নিয়েছে স্পেনের এই ক্লাব। বর্ণবিদ্বেষমূলক আচরণের ঘটনায় স্পেনের ঘরোয়া ফুটবলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। সেই কারণে লা লিগা কর্তৃপক্ষ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন কড়া ব্যবস্থা নিচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.