টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধোনি পেলেন সচিন তেন্ডুলকরের সমর্থন

টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করার আগেই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়ে গেলেন সচিন তেন্ডুলকরের সমর্থন। বেশ কিছুদিন ধরে ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছে। এক সময়ে ধোনিকে বিশ্বের সেরা ম্যাচ ফিনিশার মনে করতেন সকলে। কিন্তু এই মূহুর্তে তাকে টিম ইন্ডিয়ার ম্যাচ ফিনিশার বলে মানতেই রাজি নন অনেকে। যাবতীয় সমালোচনায় জল ঢেলে অবশ্য ধোনির পাশেই দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার। সচিন বলেছেন ক্রিকেট কেরিয়ারের সবসময় একজন ব্যাটসম্যান নিজের সেরা ফর্ম ধরে রাখতে পারেন না। কারন কেউ যন্ত্র নয়। সচিন বলেন ধোনি যখন স্ট্রোক নেন তখন তার ব্যাট থেকে একটা আলাদা শব্দ শুনতেই তিনি অভ্যস্ত। পাশাপাশি ধোনি সবধরনের চাপ নেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু মাহির মুখ দেখে কেউ টের পাবেন না যে তিনি কতটা টেনশনে আছেন। সচিন বলেন এই দুটি বিষয়ই ক্রিকেটের ভিড়ে আলাদা করে আলাদাভাবে চিনিয়ে দেয় মাহিকে।

Updated By: Mar 14, 2016, 10:01 PM IST
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধোনি পেলেন সচিন তেন্ডুলকরের সমর্থন

ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করার আগেই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেয়ে গেলেন সচিন তেন্ডুলকরের সমর্থন। বেশ কিছুদিন ধরে ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছে। এক সময়ে ধোনিকে বিশ্বের সেরা ম্যাচ ফিনিশার মনে করতেন সকলে। কিন্তু এই মূহুর্তে তাকে টিম ইন্ডিয়ার ম্যাচ ফিনিশার বলে মানতেই রাজি নন অনেকে। যাবতীয় সমালোচনায় জল ঢেলে অবশ্য ধোনির পাশেই দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার। সচিন বলেছেন ক্রিকেট কেরিয়ারের সবসময় একজন ব্যাটসম্যান নিজের সেরা ফর্ম ধরে রাখতে পারেন না। কারন কেউ যন্ত্র নয়। সচিন বলেন ধোনি যখন স্ট্রোক নেন তখন তার ব্যাট থেকে একটা আলাদা শব্দ শুনতেই তিনি অভ্যস্ত। পাশাপাশি ধোনি সবধরনের চাপ নেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু মাহির মুখ দেখে কেউ টের পাবেন না যে তিনি কতটা টেনশনে আছেন। সচিন বলেন এই দুটি বিষয়ই ক্রিকেটের ভিড়ে আলাদা করে আলাদাভাবে চিনিয়ে দেয় মাহিকে।

.