সৌরভ গাঙ্গুলিকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাটের মানুষ

Updated By: Jul 18, 2017, 08:57 AM IST
সৌরভ গাঙ্গুলিকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাটের মানুষ

ওয়েব ডেস্ক: আইনি জটিলতার বিতর্কে সৌরভ গাঙ্গুলির  আট ফুট  মুর্তির বর্তমান ঠিকানা এখন বালুরঘাট  স্টেডিয়ামের গোডাউনে । নিজেদের শহরে ডেকে এনে বাংলার গর্বকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাট এবং গঙ্গারামপুরের মানুষ । দলমত নির্বিশেষে এলাকার সাধারন মানুষের আবেগ মিশ্রিত ক্ষোভ এবং সমালোচনাকে ধামাচাপা দিতে তাই আসরে নেমেছে  বালুরঘাট এবং গঙ্গারামপুর পুরসভা । দুই পুরসভার পক্ষ থেকে দক্ষিন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কাছে চিঠি লিখে জানানো হয়েছে সৌরভের মত ব্যক্তিত্বের মুর্তি বসাতে না পারা পুরো জেলার লজ্জা । তাই জেলা সংস্থা যদি যে কোন একটি পুরসভার হাতে সৌরভের মুর্তি বসানোর দায়িত্ব দেয় তাহলে তারা শহরের বিশেষ কোন স্খানে আইন মেনে মুর্তিটি বসাবে ।

আরও পড়ুন অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?

যদিও এই চিঠির কোন উত্তর দেয় নি  দক্ষিন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা । তারাও চাইছে জনরোষকে হাতিয়ার করে নিজের সিদ্ধান্তে অটল থাকতে । সূত্রের খবর জেলা ক্রীড়া সংস্থার কর্তারা নিজেদের  মধ্যে আলোচনা করে ঠিক করছেন স্টেডিয়ামের মূল প্রবেশ পথে সৌরভের মুর্তি বসাতে না পারলে মহারাজের কথা মত তার মুর্তি বেহালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে । মুর্তি বিতর্কে একরাশ ক্ষোভ নিয়ে বালুরঘাট ছেড়েছিলেন সৌরভ গাঙ্গুলি । এই ঘটনাপ্রবাহে জেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাঘারন মানুষের মধ্যে ।

আরও পড়ুন  বিরাট অঘটন কিছু না ঘটলে টেন্টব্রিজ টেস্ট জিততে চলেছে দক্ষিণ আফ্রিকা

.