১০০ ম্যাচ কম খেলেও সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

Updated By: Sep 4, 2017, 01:39 PM IST
১০০ ম্যাচ কম খেলেও সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম এবং সিরিজের শেষ একদিনের ম্যাচেও সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেট ম্যাচে এই নিয়ে ৩০টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। আর একদিনের ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি করার বিষয়ে সচিন তেন্ডুলকরকে প্রায় একশো ম্যাচ পিছনে ফেলে দিলেন তিনি। কীভাবে? সেই বিষয়টাই বুঝে নিন ভাল করে। একদিনের ক্রিকেটে সচিনের মোট সেঞ্চুরির সংখ্যা ৪৯।

আরও পড়ুন ভারতীয় দলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর

সচিন তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ারের ৩০ নম্বর সেঞ্চুরিটা করেছিলেন ২০০১ সালে। তখনও পর্যন্ত তিনি মোট ২৮০ টি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেখানে, বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি, একদিনের ম্যাচে ৩০ টি সেঞ্চুরি করলেন মাত্র ১৯৪ তম ম্যাচেই! অর্থাত, সচিনের থেকে প্রায় একশো ম্যাচ কম খেলেই এখন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ টি সেঞ্চুরির মালিক তিনি। আপাতত, বিরাটের ব্যাটিং গড় ৫৫.৭৫। তিনি যে গতিতে এগোচ্ছেন, তাতে ক্রিকেটপ্রেমীরা আশা করতেই পারেন যে, সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরির রেকর্ডও একদিন ভেঙে দেবেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন  বিজয় গোয়েলের জায়গায় এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হলেন রাজ্যবর্ধন সিং রাঠোড়

.