Harbhajan Singh VS MS Dhoni: ফের বিশ্বজয়ী অধিনায়ককে খোঁচা দিলেন ভাজ্জি! কিন্তু কেন?

২০০৭ সালে টি-টোয়েন্টি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ভাজ্জি। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বজয়ী দলের সদস্যও ছিলেন হরভজন। শুধু ধোনির স্তুতি, প্রশংসা মেনে নিতে পারেননি দেশের প্রাক্তন অফ স্পিনার। সেই কারণে ধোনি-ভক্তের টুইটের জবাব দিয়েছেন।  

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 12, 2023, 04:34 PM IST
Harbhajan Singh VS MS Dhoni: ফের বিশ্বজয়ী অধিনায়ককে খোঁচা দিলেন ভাজ্জি! কিন্তু কেন?
ফের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে খোঁচা দিলেন হরভজন সিং। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (ICC World Test Championship Final 2023) ২০৯ রানে টিম ইন্ডিয়ার হেরে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) এক ভক্তের টুইট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ধোনির প্রশংসা করে করা সেই টুইটের জবাব দিয়েছেন হরভজন সিং (Harbhajan Singh)।

ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, ২০১১ সালে ২৮ বছর বাদে পঞ্চাশ ওভারের বিশ্বকাপও জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিও ঘরে এসেছে ধোনির নেতৃত্বেই। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনস্বীকার্য।
 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পরে ধোনির এক ভক্ত টুইট করেছেন, 'কোনও কোচ নেই, কোনও মেন্টর নেই, সব তরুণ খেলোয়াড়, বেশিরভাগ সিনিয়র প্লেয়ার অংশ নিতে চায়নি, আগে কখনও নেতৃত্বই দেননি। এই লোকটা সেরা ফর্মের অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছে এবং নেতা হওয়ার ৪৮ দিনের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।' 

আরও পড়ুন: Virat Kohli, WTC Final 2023: ব্যর্থ বিরাটের ইদানীং অজুহাত দেওয়ার হাতিয়ার ইনস্টাগ্রাম স্টোরি

আরও পড়ুন: Novak Djokovic, French Open 2023: 'আমিই নিজের ভাগ্য লিখেছি!' ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর জোকারের সদর্পে ঘোষণা

ধোনি-ভক্তের এই টুইটের পরেই হরভজন সিং অভিমানী হয়ে জবাব দিয়েছেন। টুইট করে ভাজ্জি লিখেছেন, 'ঠিকই, যখন এই ম্যাচগুলো হয়েছে তখন এই তরুণ ছেলেটা দেশের হয়ে একা একাই খেলেছে। আরও ১০ জন খেলেনি। একাই একাই বিশ্বকাপ জিতেছে ছেলেটা। ঘটনা হল, অস্ট্রেলিয়া বা অন্য দেশ যখন বিশ্বকাপ জেতে তখন শিরোনামে সেই দেশের নাম আসে। কিন্তু ভারত জিতলে লেখা হয়, ক্যাপ্টেন জিতেছে। এটা দলগত খেলা। একসঙ্গেই জেতে, একসঙ্গেই হারে।' 

 ২০০৭ সালে টি-টোয়েন্টি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ভাজ্জি। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বজয়ী দলের সদস্যও ছিলেন হরভজন। শুধু ধোনির স্তুতি, প্রশংসা মেনে নিতে পারেননি দেশের প্রাক্তন অফ স্পিনার। সেই কারণে ধোনি-ভক্তের টুইটের জবাব দিয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.