চাকরি চাই, নাহলে জঙ্গি শিবিরে ফিরব! পুলিসকে হুঁশিয়ারি KLO-র প্রাক্তন সদস্যদের

সরকারি প্রতিশ্রুতি থাকলেও এখন ৪৪২ জনের চাকরি হয়নি, অভিযোগ

Updated By: Dec 6, 2021, 07:21 PM IST
চাকরি চাই, নাহলে জঙ্গি শিবিরে ফিরব! পুলিসকে হুঁশিয়ারি KLO-র প্রাক্তন সদস্যদের

প্রদ্যুৎ দাস: চাকরি না পেলে ফের জঙ্গি শিবিরে ফিরে যাওয়ার হুমকি দিলেন জঙ্গি সংগঠন KLO-র প্রাক্তন লিঙ্কম্যানরা। স্থায়ী চাকরির দাবিতে ফের আন্দোলনে নামল কেএলও লিঙ্কম্যান মহিলা (নারী) মঞ্চ সমন্বয় কমিটি। জলপাইগুড়ির পুলিস সুপারের কাছে দাবিপত্রও পেশ করলেন আন্দোলনকারীরা। 

সোমবার জলপাইগুড়ি শহরের পিডাব্লুডি মোড় থেকে মিছিল করে জেলা পুলিশ সুপারের দফতরে যান আন্দোলনকারীরা। পুলিশ সুপারের অফিসের সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয় বিশাল পুলিস।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন প্রতিশ্রুতি দিলেও এখনও প্রাক্তন কেএলও লিঙ্কম্যানদের স্থায়ী কর্মসংস্থান হয়নি। প্রায় ২৫০ জনের চাকরি হলেও, এখন ৪৪২ জনের চাকরি হয়নি। প্রশাসনকে বারবার জানিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি। 

সেজন্য নিজেদের দাবিপত্র জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেন আন্দোলনকারীরা। দ্রুত দাবি পূরণ না হলে ফের অস্ত্র তুলে জঙ্গি শিবিরে যোগদানের হুমকি দেন কেএলও-র প্রাক্তন সদস্য জ্যোৎস্না রায়। তিনি জানান, কেএলও-র প্রাক্তন লিঙ্কম্যান হিসেবে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলায় চলছে। দাবি নামা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

আরও পড়ুন: Khardaha: পার্টি অফিসে হিন্দি গানের সাথে উদ্দাম নাচ TMC কর্মীর, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Bankura: তারস্বরে বাজছে চটুল গান, ইউনিফর্মে ক্লাসরুমেই উদ্দাম নাচ ছাত্রীদের!

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.