Singur-এ BJP-র কর্মসূচী, শর্তসাপেক্ষে ধর্না মঞ্চ তৈরির অনুমতি পুলিসের

কিষান মোর্চার ডাকে ৭২ ঘণ্টার বিক্ষোভ টাটাদের প্রাক্তন ন্যানো কারখানার পাঁচিলের ঠিক বাইরে

Updated By: Dec 14, 2021, 01:15 PM IST
Singur-এ  BJP-র কর্মসূচী, শর্তসাপেক্ষে ধর্না মঞ্চ তৈরির অনুমতি পুলিসের
সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চ । ফোটো: কমলাক্ষ ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার থেকে সিঙ্গুরে শুরু হচ্ছে বিজেপির কৃষক আন্দোলন। শর্তসাপেক্ষে মঞ্চ বাঁধার অনুমতি দিল হুগলী জেলা পুলিস। টাটাদের কারখানার সামনেই মঞ্চ বেঁধে ৭২ ঘণ্টা অবস্থানের কর্মসূচী রয়েছে বিজেপির।        

সিঙ্গুরের সিংহের ভেরি অঞ্চল থেকেই ১২ বছর আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের জন্য স্থায়ি জায়গা করে নেয় তৃণমূল। বাংলার মাটিতে মোড় ঘুরিয়ে দেওয়া সিঙ্গুরের মাটিতে এবার কৃষক আন্দোলন শুরু করতে চলেছে বিজেপি। তাদের কিষান মোর্চার ডাকে ৭২ ঘণ্টার বিক্ষোভ টাটাদের প্রাক্তন ন্যানো কারখানার পাঁচিলের ঠিক বাইরে। তাদের দাবি দুর্যোগে ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ, বীজ ও সারের কালোবাজারী বন্ধ সহ অন্যান্য বহু বিষয়।  

singur agitation site

বিজেপির এই কর্মসূচী ঘুরে ব্যাপক নিরাপত্তা জাতীয় সড়ক ঘিরে। গত তিনদিন ধরে এখানে মঞ্চ বাঁধার অনুমতি না দিলেও মঙ্গলবার শর্ত সাপেক্ষে এখানে মঞ্চ বাঁধার অনুমতি দিয়েছে হুগলী জেলার পুলিস। রতনপুর মোড় থেকে বিজেপি শীর্ষ নেতৃত্বকে নিয়ে স্থানিয় নেতারা মিছিল করে অবস্থান মঞ্চে আসবেন বলেই জানা গেছে। 

আরও পড়ুন: KMC Election: রবিতে ভোট, তার আগেই পার্ক স্ট্রিটে উদ্ধার কোটি টাকা

বিজেপির কিষান মোর্চার সাধারন সম্পাদক জানিয়েছেন এটি NHA-র জায়গা এবং এখানে অনুমতি দেওয়ার কোনও এক্তিয়ার স্থানিয় থানার নেই। স্থানিয় থানাকে তারা জানিয়েছিলেন যদিও তারা সেই ইন্টিমেশন মানেননি। যদিও তাদের দাবি বর্তমান অনুমতিতে কোনও শর্ত নেই। বিজেপি যেভাবে অবস্থান করতে চেয়েছে, সেই ভাবেই করার অনুমতি তারা পেয়েছে। অন্যদিকে কর্মসূচিতে বাধা এলেই কুরুক্ষেত্র বাঁধানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।           

BJP leaders in agitation site

অবস্থানে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। গোটা কর্মসূচি নিয়ে সতর্ক প্রশাসন। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.