Weather Today: শীতলতম পুরভোটের পূর্বাভাস শহরে, নামতে চলেছে তাপমাত্রার পারদ

বর্ষশেষে শীতের আমেজ শহরে 

Reported By: অয়ন ঘোষাল | Edited By: অনুষ্টুপ রায় বর্মণ | Updated By: Dec 14, 2021, 09:04 AM IST
Weather Today: শীতলতম পুরভোটের পূর্বাভাস শহরে, নামতে চলেছে তাপমাত্রার পারদ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এই মরশুমের শীতলতম দিনের তকমা পেল মঙ্গলবার। সোমবারের তুলনায় আরও এক ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। শনিবার আরও নামতে পারে তাপমাত্রা। 

আরও পড়ুন: Dilip Ghosh-র দাবি, 'ভোট এলেই রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়'

গত ৭২ ঘন্টায় প্রায় চার ডিগ্রি কমেছে তাপমাত্রার পারদ। কার্যত ঠাণ্ডার চাদরে মোড়া মহানগর। শুক্রবার পর্যন্ত এই শীত থাকার সম্ভাবনা রয়েছে। আগামি শনি এবং রবিবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলত শীতলতম পুরভোটের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। নির্বাচনের দিনে অর্থাৎ রবিবার তাপমাত্রা থাকার সম্ভাবনা ১৩ ডিগ্রির কাছে। 

আরও পড়ুন: Omicron in Kolkata: স্বাস্থ্য দফতরের হাতে রিপোর্ট! ওমিক্রন আক্রান্ত নন ব্রিটেন ফেরত তরুণী

জাওয়াদের পরে প্রচুর জলীয়বাষ্পের প্রভাবে কলকাতায় শীতের প্রভাব বিস্তার বাধাপ্রাপ্ত হয়েছিল। কিন্তু সেই বাধা এই মুহূর্তে সম্পূর্ণ কেটে গিয়েছে এবং বছরের শেষ কিছুদিন ভালভাবে শীতের আমেজ উপভোগ করবেন শহরবাসী।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.