Left-Congress কর্মীরা মিছিলে যান, তবে ভোটটা দিন BJP-কে: Suvendu

গত কয়েকদিন ধরেই শুভেন্দুর মুখে শোনা যাচ্ছে সিপিএমের (CPM) প্রশস্তি।

Updated By: Jan 12, 2021, 06:22 PM IST
Left-Congress কর্মীরা মিছিলে যান, তবে ভোটটা দিন BJP-কে: Suvendu

নিজস্ব প্রতিবেদন: মিছিলে যান। তবে ভোটটা দিন বিজেপিকে (BJP)। বাম-কংগ্রেস কর্মীদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্গাপুরে দলের যোগদান মেলায় শুভেন্দু আরও একবার নিশানা করেন 'ভাইপো'কে। তিনি বলেন,'বাংলায় শিল্পনীতি নেই। রানিগঞ্জ, জামুরিয়ায় অবৈধ কয়লাখনি চলছে। এর সঙ্গে যুক্ত কে? বিজেপিতে যোগদান করে বলেছিলাম, তোলাবাজ ভাইপো হঠাও, বাংলা বাঁচাও। লালাকে আপনারা চেনেন। এজন্যেই তো বাঁকুড়া ও পুরুলিয়ার পর্যবেক্ষকের পদ থেকে আমাকে তাড়িয়েছিল ভাইপো। এনামুল, লালা ও গণেশ বাগাড়িয়া হয়ে গিয়েছে। আর একটা চৌকাট পেরোলেই তোলাবাজ ভাইপো।'

শুভেন্দু (Suvendu Adhikari) এ দিন বলেন,'এই পার্টিটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার পর বিশ্বের বৃহত্তম পার্টির সদস্যপদ নেওয়ার সিদ্ধান্ত নিই। ভারতীয় জনতা পার্টির পরিবার আমাকে আপন করে নিয়েছেন। কেউ ভাইয়ের মতো, কেউ সন্তানের মতো, কেউ দাদার মতো আপন করে নিয়েছেন। এজন্য কৃতজ্ঞ। বিজেপিকে আরও বেশি হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ করাই লক্ষ্য।'

গত কয়েকদিন ধরেই শুভেন্দুর মুখে শোনা যাচ্ছে সিপিএমের (CPM) প্রশস্তি। এ দিন আরও একধাপ এগিয়ে বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছেন তিনি। বলেন,'বামপন্থী (Left) ও কংগ্রেসিদের (Congress) বলব মিছিলে যাচ্ছেন যান। ভোটটা বিজেপিকে দিন। বিজেপি এলে পঞ্চায়েত ভোট হবে। এখানে ২০টা পঞ্চায়েতে ভোট করতে দেয়নি। ২০১৭ সালে দুর্গাপুর পুরনির্বাচনে বাইরে থেকে মুখে গামছা বেঁধে লোক এসেছিল। সিপিএমও একাজ করেনি। বিজেপি আসলে পঞ্চায়েত ভোট হবে। আপনি ভোট দিতে পারবেন।'

আরও পড়ুুন- কলকাতায় কেন ৩ হাজার কোটির স্বামীজি-নেতাজির মূর্তি হবে না? BJP-কে নিশানা Abhishek-র

.