বিজেপিকে ভোট দিলে বিধবা ভাতা বন্ধের হুমকির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

তৃণমূলকে ভোট না দিলে গ্রামছাড়া করা হবে। বন্ধ করে দেওয়া হবে বিধবা ভাতা। ভোটারদের এমনই হুমকির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের টোটাসাইয়ের ঘটনা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Updated By: Apr 4, 2016, 07:57 PM IST
বিজেপিকে ভোট দিলে বিধবা ভাতা বন্ধের হুমকির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: তৃণমূলকে ভোট না দিলে গ্রামছাড়া করা হবে। বন্ধ করে দেওয়া হবে বিধবা ভাতা। ভোটারদের এমনই হুমকির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের টোটাসাইয়ের ঘটনা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

গ্রামের নাম টোটাসই। বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা বিজেপি সমর্থক। তাই কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছেন শাসকদলের এক নেতা। শুধু তাই নয়, বিজেপিকে ভোট দিলে বিধবা ভাতা বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এলাকায় পুলিস পৌছলে এ নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শাসকদলের তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরের পেটবিন্দিতে শাসকদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন এক বিজেপি এজেন্ট। মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

.