তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ
তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায়, বেধড়ক পেটানোর অভিযোগ উঠল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। এই ঘটনা মালদার গাজোল থানার পাণ্ডুয়া গ্রামের। দাসু মণ্ডল নামে ওই পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযোগ দায়ের করা হয়েছে গাজোল থানায়।
![তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/23/61491-tmc-23-7-16.jpg)
ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায়, বেধড়ক পেটানোর অভিযোগ উঠল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। এই ঘটনা মালদার গাজোল থানার পাণ্ডুয়া গ্রামের। দাসু মণ্ডল নামে ওই পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযোগ দায়ের করা হয়েছে গাজোল থানায়।
আরও পড়ুন কাকদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪ মত্স্যজীবী
আক্রান্তের অভিযোগ, এলাকার বাম বিধায়ক দীপালি বিশ্বাস দল-বদলে তৃণমূলে যাওয়ার পর থেকে গণ্ডগোল শুরু হয়। দলবদলের জন্য তাঁর ওপরেও চাপ আসছিল বলে দাবি দাসু মণ্ডলের। কিন্তু দল বদলে রাজি না হওয়ায় এই হামলা। ঘটনার জেরে থমথমে এলাকা।