ভাঙড়ে সভা করল আন্দোলনকারী জমি-জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি

ভাঙড়ে সভা করল আন্দোলনকারী জমি-জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, ভাঙড়ে পাওয়ার গ্রিড হবে না। আন্দোলনকারীদের দাবি, বিজ্ঞপ্তি দিয়ে সরকারকে এই ঘোষণা করতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরকারের সঙ্গে আলোচনার দাবিও তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মৌখিক আশ্বাস দিয়েছেন জেলাশাসক। সোমবার বৈঠকের দিনও ঘোষণা হবে। সেখানে বিজ্ঞপ্তির পাশাপাশি ধৃতদের জামিনে মুক্তি, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুলিসি অত্যাচার বন্ধের দাবি তুলবেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত না আলোচনা সফল হচ্ছে, ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানিয়েছে জমি-জীবিকা বাস্তুততন্ত্র বাঁচাও কমিটি।

Updated By: Jan 22, 2017, 08:23 PM IST
ভাঙড়ে সভা করল আন্দোলনকারী জমি-জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি

ওয়েব ডেস্ক: ভাঙড়ে সভা করল আন্দোলনকারী জমি-জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, ভাঙড়ে পাওয়ার গ্রিড হবে না। আন্দোলনকারীদের দাবি, বিজ্ঞপ্তি দিয়ে সরকারকে এই ঘোষণা করতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরকারের সঙ্গে আলোচনার দাবিও তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মৌখিক আশ্বাস দিয়েছেন জেলাশাসক। সোমবার বৈঠকের দিনও ঘোষণা হবে। সেখানে বিজ্ঞপ্তির পাশাপাশি ধৃতদের জামিনে মুক্তি, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুলিসি অত্যাচার বন্ধের দাবি তুলবেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত না আলোচনা সফল হচ্ছে, ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানিয়েছে জমি-জীবিকা বাস্তুততন্ত্র বাঁচাও কমিটি।

আরও পড়ুন

কেন বেলাইন হল হীরাখণ্ড এক্সপ্রেস?

.