আজ ভোটের অশান্তির WIKI

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। আজ ৩টি জেলায় ১৮টি কেন্দ্রে প্রথম দফার ভোট। নির্বাচন কমিশনের এত কড়াকড়ির পরেও মোটেও শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে না। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে।

Updated By: Apr 4, 2016, 04:20 PM IST
আজ ভোটের অশান্তির WIKI

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। আজ ৩টি জেলায় ১৮টি কেন্দ্রে প্রথম দফার ভোট। নির্বাচন কমিশনের এত কড়াকড়ির পরেও মোটেও শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে না। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক ভোট দেওয়াকে কেন্দ্র করে কোথায় কোথায় ঝামেলা হল-

•    নয়াগ্রাম-

ভোট প্রক্রিয়া চলাকালীনই নয়াগ্রামে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ তৃণমূল অস্বীকার করছে। জানা গিয়েছে, বিজেপিকে ভোট দিলে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শাসকদলের বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। বাড়ি ছাড়া করা, খুন, বিধবা ভাতা বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে। পুলিসের সামনেই এই হুমকি দেওয়া হয়। এর ফলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে পুলিস।

•    রঘুনাথপুর- বুথের মধ্যেই পুলিসের আনাগোনা। রঘুনাথপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জির বিরুদ্ধে।

•    রাইপুর-

বাঁকুড়ার রাইপুরে প্রাথমিক স্কুলে EVM পর্দা না দিয়েই চলছিল ভোট গ্রহণ। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে EVM পর্দা দিয়ে ঘেরা হয়।

•    বলরামপুর-

পুরুলিয়ার বলরামপুরের বুথের মধ্যে রাজ্যের পুলিস। বলরামপুর গাড়া ফুসরা প্রাইমারি স্কুলে ২৩৯ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বুথের মধ্যেই দাঁড়িয়ে নির্দেশ দেওয়ার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী নেই।

•    বান্দোয়ান-

বান্দোয়ানের চিলায় কেনাকাটায় ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী। ডিউটি ছেড়ে শপিংয়ে ব্যস্ত তাঁরা।

•    শালবনি- শালবনির চন্দ্রকোণা রোড বাস স্ট্যান্ডে কেনাকাটায় ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী। এদিকে শালবনিতে আক্রান্ত ২৪ ঘণ্টা সহ অন্যান্য সংবাদমাধ্যম। সিপিএম প্রার্থীর বক্তব্য নেওয়ার সময় আক্রমণ। ক্যামেরা কেড়ে এক সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।

•    মানিকবাঁধ- পশ্চিম মেদিনীপুরের মানিকবাঁধের বিজেপি পোলিং এজেন্ট রিন্টু কিস্কুকে অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

•    গোপীবল্লভপুর- গোপীবল্লভপুরের বিজেপি পোলিং এজেন্ট বুধেশ্বর দিগরকে অপহরণের অভিযোগে অভিযুক্ত শাসকদল।

  • শালবনি- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ। শালবনির ২৩০ নম্বর বুথের ঘটনা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ মনদলকুপিতে।
.