পুঁচকে হিয়ার দুগ্গাপুজো

Updated By: Sep 28, 2016, 07:09 PM IST
পুঁচকে হিয়ার দুগ্গাপুজো

হিয়া ভট্টাচার্য (৬ বছর বয়স)

বাবা অফিস থেকে বাড়ি ফিরে বললো হিয়া দুর্গাপুজো নিয়ে লিখতে হবে। পারবি?আমি বললাম, বাবা পুজো তো দেখতে হয় গো, লেখা যায় না কী! তারপর ভাবলাম যায়। ওই যে প্রথমেই মনে পড়ে গেল পড়া হোক অনেক থেকে ছুটি। এ বছর পুজোয় আমার জামা হয়েছে সাতটা। আমার দিয়া দিদির হয়েছে ৬টা। আমি ছোট বলেই মনে হয় একটা বেশি পেলাম।

এবার পুজোয় খুব খাবো আর ঘুরব। খুব মজা হবে। পুজোর সকালে বাড়ির সকলে মিলে অঞ্জলি দিতে যাব। দুর্গাঠাকুরের কাছে। মা বলে ঠাকুরের কাছে বলতে হয় বিদ্যা দাও, বুদ্ধি দাও। আম্মা বলে ঠাকুর সবাইকে ভাল রেখো। ওটা তো মা,আম্মা বলে দেয় তাই আমি ঠাকুরকে নমো করে বলব, আমার আইসক্রিম দাও, ক্যাটবেরি দাও। 

.