একাধিক শূন্যপদে আইটি প্রফেশনাল নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা, জেনে নিন আবেদনের বিস্তারিত
যে কোনও একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: ২৫ জন আইটি প্রফেশনাল নিয়োগ করবে ব্যাঙ্ক অব বরোদা। ৩ বছরের চুক্তিতে ডেটা অ্যানালিস্ট, ডেটা ম্যানেজার, ডেটা ইঞ্জিনিয়র, বিজনেস অ্যানালিস্ট, মোবিলিটি অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার, ইন্টিগ্রেশন এক্সপার্ট, এমার্জিং টেকনোলজিস এক্সপার্ট ও টেকনোলজি আর্কিটেক্ট নিয়োগ করা হবে।
শূন্যপদ: ডেটা অ্যানালিস্ট ৪, ডেটা ম্যানেজার ২, ডেটা ইঞ্জিনিয়র ৪, বিজনেস অ্যানালিস্ট ২,মোবিলিটি অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড ডেভলপার ৬, ইন্টিগ্রেশন এক্সপার্ট ২, ইমার্জিং টেকনোলজিস এক্সপার্ট ৪, টেকনোলজি আর্কিটেক্ট:১
চাকরি সংক্রান্ত আরও খবর জানতে ক্লিক করুন এখানে
বয়সসীমা: ১ অগাস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধাতি: শর্টলিস্ট এবং লেখা পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ৬০০টাকা+জিএসটি, তপশিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষমদের ১০০+ জিএসটি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি দেওয়া যাবে।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে চাকরি, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ
আবেদনের পদ্ধতি: https://www.bankofbaroda.in/Careers.htm ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থী যে কোনও একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/new-detailed-adv-ba... লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।