শূন্যপদে ইঞ্জিনিয়ার ও মেন্টেনার নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং

আবেদন পত্র পৌঁছতে হবে ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে

Updated By: Sep 2, 2019, 08:54 PM IST
শূন্যপদে ইঞ্জিনিয়ার ও মেন্টেনার নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং

নিজস্ব প্রতিবেদন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কলসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে ৪৭ জন জুনিয়র ইঞ্জিনিয়ার ও মেন্টেনার নিয়োগ করা হবে। 

শূন্যপদ: জুনিয়র ইঞ্জিনিয়র: ৫, মেন্টেনার: ৪২। 

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়র- ইলেক্ট্রিক ইঞ্জিনিয়রিং বা সমতুল ট্রেডে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিটেক।

মেন্টেনার- ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রিক্যাল আরএস: আইটিআই/ ইলেক্ট্রিশিয়ান (এনসিভিটি/এসসিভিটি)। ফিটার আরএস: আইটিআই/ ফিটার (এনসিভিটি/এসসিভিটি)। ইলেক্ট্রা মেকানিক সিগন্যালিং: ইলেক্ট্রো মেকানিক/ আইটি/ টিভি অ্যান্ড রেডিও (এনসিভিটি/এসসিভিটি) মেট্রোরেল বা ভারতীয় রেলে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা খালে অগ্রাধিকার। 

বয়সসীমা: ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: জুনিয়র ইঞ্জিনিয়র পদে মাসে ৩৫,০০০ টাকা, মেন্টেনার পদে ২৫,০০০টাকা। 

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.becil.com/ ওয়েবসাইট থেকে দরখাস্ত ডাউনলোড করা যাবে। বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে। আবেদন পত্র পৌঁছতে হবে ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে

.