Massacres in Gaza: বোমায় নিহত মাত্র ১৫ দিনের শিশুও! গাজায় ইজরায়েলি হামলায় ৫ শিশু-সহ ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু...
Massacres in Gaza: গাজা উপত্যকায় মঙ্গলবার ইজরায়েলি বাহিনী হামলা চালিয়েছিল। সেই হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন! এর মধ্যে ৫ শিশুও রয়েছে! ঘুমের মধ্যেই মর্মান্তিক এই মৃত্যু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৫ শিশুও রয়েছে। গাজার আল-মাওয়াসির তথাকথিত 'নিরাপদ অঞ্চলে'র তাঁবুতে ইজরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে। অন্য দিকে, জাবালিয়ায় ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন আটজন। গাজার আটক চিকিৎসক হুসসাম আবু সাফিয়ার মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
গত ২৭ ডিসেম্বর ইজরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা। হামাসের হয়ে কাজ করার অভিযোগে আবু সাফিয়াকে আটক করা হয়। ৫১ বছর বয়সি এই শিশুরোগ বিশেষজ্ঞ অবরুদ্ধ হাসপাতালটির ভয়াবহ অবস্থার বর্ণনা ভিডিয়োবার্তায় দিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছিলেন। আটকের পর তাঁকে অজ্ঞাত স্থানে রেখেছে ইজরায়েলি বাহিনী। এদিকে গতকাল উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন!
প্রত্যক্ষদর্শী ও হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, শিবিরে পরিবারগুলি যখন ঘুমাচ্ছিল তখন বোমা হামলা চালায় ইজরায়েল। একটি বাড়ি নিশানা করে এই হামলা চালানো হয়। হামলায় উদ্দিষ্ট বাড়িটির আশপাশের বাড়িঘর ধ্বংস হয়ে যায়। জানা গিয়েছে, গাজা শহরের এক বাড়িতে গতকাল ইজরায়েল বোমা হামলা চালায়। সেই হামলায় ১৫ দিনের বয়সি এক শিশুও মারা যায়!
আরও পড়ুন: Mecca and Madina Flooded: মরুদেশে ভয়াবহ বৃষ্টিবন্যা! জলের তলায় শহর, জনজীবন সম্পূর্ণ স্তব্ধ...
প্রসঙ্গত, প্যালেস্টাইন-ইজরায়েল সংঘর্ষের বয়স দেড় বছর হল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ৪৫৮৮৫ জন প্যালেস্টাইনির মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৯১৯৬ জন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)