সুবর্ণ সুযোগ! শূন্যপদে ফুড সেফটি ইনস্পেকটিং অফিসার নিয়োগ করবে রাজ্য সরকার

www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ অগাস্ট থেকে ১৩ অগাস্ট ২০১৯ পর্যন্ত। 

Updated By: Jul 17, 2019, 06:46 PM IST
সুবর্ণ সুযোগ! শূন্যপদে ফুড সেফটি ইনস্পেকটিং অফিসার নিয়োগ করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ জফতরের অধীন ফুড সেফটি অ্যান্ড সেক্রেটারি দফতরে ১৩ জন ফুড সেফটি ইনস্পেকটিং অফিসার  নিয়োগ করা হবে। প্রার্থী বাছআই করবে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। 

শূন্যপদের বিন্যাস: ১৩ (অসংরক্ষিত ত, অসংরক্ষিত ইসি ২, তপশিলি জাতি ২, তপশিলি জাতি ইসি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ১, ভিন্ন ভাবে সক্ষম ১)

আরও পড়ুন: সেপ্টেম্বরে শুরু হবে UPSC সিভিল সার্ভিস পরীক্ষা (মেইন), জেনে নিন পরীক্ষার বিস্তারিত

যোগ্যতা: টেকনোলজি/ডেয়ারি টেকনোলজি/বায়োটেকনোলজি/অয়েল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স/ভেটেরিনারি সায়েন্স /বায়ো কেমিষ্ট্রি/ মাইক্রোবায়োলজিতে ডিগ্রি বা কেমিষ্ট্রিতে মাস্টার ডিগ্রি বা মেডিসিনে ডিগ্রি। অথবা যেকোও সমতুল যোগ্যতা, সঙ্গে ফুড সেফটি ফিল্ডে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা। সব ক্ষেত্রেই বাংলা বলতে এবং লিখতে জানতে হবে। 

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৬ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 

বেতনক্রম: মূল বেতন ৯০০০-৪০৫০০ টাকা, গ্রেড পে ৪৭০০টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ২১০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমে ফি জমা দেওয়া যায় এমন ব্যাঙ্ক/ পোস্ট অফিসের মাধ্যমে ফি দিতে হবে। এ রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ অগাস্ট থেকে ১৩ অগাস্ট ২০১৯ পর্যন্ত। 

https://www.wbhrb.in/resume/District%20Food%20Safety%20Inspecting%20Offi... লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে ওপরের ওয়েবসাইট থেকে। 

.