IDBI recruitment 2019: সুখবর! স্নাতকদের বিশেষ আধিকারিক পদে নিয়োগ করবে IDBI ব্যাঙ্ক

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল

Updated By: Apr 20, 2019, 01:19 PM IST
IDBI recruitment 2019: সুখবর! স্নাতকদের বিশেষ আধিকারিক পদে নিয়োগ করবে IDBI ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: ১২০টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে ইন্ডাস্ট্রিরিয়াল ব্য়াঙ্ক। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট-  idbi.com-এ। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। 

প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী ১৬ মে। SC/ ST/ OBC-দের জন্য পরীক্ষার আগে বিশেষ ট্রেনিং হবে। সম্ভাব্য সময় ৬ মে থেকে ১১ মে-র মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক। 

বয়সসীমা: ২১ থেকে ২৮ বছর। SC/ST-রা বয়সসীমায় ৫ বছরের ছাড় পাবেন। OBC আসনের প্রার্থীরা ৩ বছর এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীরা বয়সসীমায় ১০ বছরের ছাড় পাবেন।

আবেদন ফি: ৭০০ টাকা। সংরক্ষতির আসনের প্রার্থীদের জন্য ১৫০ টাকা। 

আরও পড়ুন: সুখবর! ১৭০২ শূন্যপদে নিয়োগ করবে বিএসএফ, বেতন ৮০ হাজারেরও বেশি

বেতনক্রম: এগজিকিউটিভ পদের বেতন নির্দিষ্ট। প্রথম বছরের জন্য ২২,০০০ টাকা, দ্বিতীয় বছরের জন্য ২৪,০০০ তৃতীয় বছরের জন্য ২৭,০০০টাকা দেওয়া হবে। 

বাছাই পদ্ধতি: অনলাইন টেস্ট এবং পার্সোনাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষায় অবজেকটিভ প্রশ্ন থাকবে। 

কীভাবে আবেদন করবেন: idbi.com-এ গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। 

চাকরি ও শিক্ষা সংক্রান্ত আরও খবর জানতে এখানে দেখুন

উল্লেখযোগ্য তারিখ: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ১৬ মে
প্রি-এগজামিনেশন ট্রেনিং-এর সম্ভাব্য তারিখ: ৬ মে থেকে ১১ মে
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল

.