শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ৪০০ শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় নৌসেনা

ভারতীয় নৌবাহিনীতে অক্টোবর ২০২০ ব্যাচে ট্রেনিং দিয়ে ৪০০ স্টুয়ার্ড, শেফ, হাইজিনিস্ট নিয়োগ করা হবে। উল্লেখিত যোগ্যতা অনুযায়ী অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারেন।

Updated By: Nov 17, 2019, 11:58 AM IST
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ৪০০ শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় নৌসেনা

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় নৌবাহিনীতে অক্টোবর ২০২০ ব্যাচে ট্রেনিং দিয়ে ৪০০ স্টুয়ার্ড, শেফ, হাইজিনিস্ট নিয়োগ করা হবে। উল্লেখিত যোগ্যতা অনুযায়ী অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর ২০০০০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৩ পর্যন্ত।

বেতনক্রম: ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ১৪৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে মূল বেতনক্রম হবে ২১৭০০-৬৯১০০ টাকা। সঙ্গে ৫২০০ টাকা মিলিটারি সার্ভিস পে এবং ডিএ।

পরীক্ষার ফি: ২১৫ টাকা, দিতে হবে নেট ব্যাঙঅকিং বা রুপে ডেবিট, ক্রেডিট, মাস্টার, ভিসা কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে। তপশিলিদের কোনও ফি দিতে হবে না, যদিও এক্ষেত্রে কোনও সংরক্ষিত আসন নেই।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। https://www.joinindiannavy.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের হোম পেজে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রি করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত।

.