JEE (Main) Result Date and Time: এপ্রিলেই প্রকাশিত হবে JEE (main)-এর ফলাফল, কোথায় দেখবেন জেনে নিন

পরীক্ষার্থীরা jeemain.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

Updated By: Apr 22, 2019, 11:39 AM IST
JEE (Main) Result Date and Time: এপ্রিলেই প্রকাশিত হবে JEE (main)-এর ফলাফল, কোথায় দেখবেন জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: আজ সোমবার জানানো হবে জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফলের দিন। National Testing Agency(NTA)-এর তরফে জানানো হয়েছে ২২ এপ্রিল অর্থাৎ আজ তাঁদের বৈঠকের পর ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা jeemain.nic.in ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। রবিবার ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন কারণে তা প্ছিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের ভারত ইলেকট্রনিক্সে শতাধিক পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, আবেদন করুন আজই

এপ্রিলের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে JEE Main-এর দ্বিতীয় সংস্করণের পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রথম সংস্করণের পরীক্ষা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। সূত্রের খবর চলতি মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে জয়েন্টের ফলাফল। উল্লেখ্য পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রেশন করেছিল ৯,২৯,১৯৮ জন পরীক্ষার্থী। 

.