প্রায় ৮ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

 মূল বেতন ১৪,৪৩৫-৪০০৮০ টাকা।

Updated By: Sep 20, 2019, 12:31 PM IST
প্রায় ৮ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন: লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সারা ভারতের বিভিন্ন ডিভিশনের অফিসে প্রায় আট হাজার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। 

যোগ্যতা: কোনও স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে যে কোনও শাখায় ১০+২+৩ প্যাটার্নে ব্যাচেলর ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ সেপ্টেম্বর, ২০১৯-এর মধ্যে।

বয়সয়ীমা: ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সীমায় ছাড় পাবেন। 

বেতনক্রম: মূল বেতন ১৪,৪৩৫-৪০০৮০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও মেডিক্যাল টেস্টের মাধ্যে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি ধাপে, প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে সফল  হলে দ্বিতীয় পর্যায়ে মেইন পরীক্ষা। প্রিলিমিনারিতে ইংলিশ/হিন্দি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘন্টা। 

মেইন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে। 

আবেদনের ফি: ৫১০ টাকা সঙ্গে জিএসটি ও ট্রানজ্যাকশন চার্জ। তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ৮৫ টাকা সঙ্গে জিএসটি ও ট্র্যানজ্যাকশন চার্জ। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্য়মে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.licindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেলআইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২১ ও ২২ অক্টোবর। অন্য়ান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

.