Ministry of Agriculture recruitment 2019: শতাধিক শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, বেতন ৫৭,০০০ পর্যন্ত

চাকরি সংক্রান্ত বিস্তারিত জানুন ppqs.gov.in- ওয়েবসাইট থেকে। 

Updated By: Mar 24, 2019, 01:04 PM IST
Ministry of Agriculture recruitment 2019: শতাধিক শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার, বেতন ৫৭,০০০ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন: দ্য ডিরেক্টরেট অফ প্লান্ট প্রোটেকশন, কোয়ারেন্টাইন  এবং স্টোরেজে নিয়োগ করবে কৃষি মন্ত্রণালয়।  ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত জানুন ppqs.gov.in ওয়েবসাইট থেকে।

ইন্টারভিউ শুরু হবে ১ এপ্রিল থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। ইন্টারভিউয়ের দিন সকাল ১০টার মধ্যে রিপোর্ট করতে হবে প্রার্থীদের। পরীক্ষার রেজাল্ট বয়সের প্রমানপত্রসহ সমস্ত নথি সঙ্গে আনতে হবে। । 

মোট শূন্যপদ: ১৮৬
সিনিয়র টেকনিশিয়ন অফিসার- ৪১
টেকনিশিয়ন অফিসার- ১৪৫

আরও পড়ুন: UPSC IES,ISS 2019: শূন্যপদে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, জেনে নিন আবেদন করবেন কীভাবে

রিজিওন অনুযায়ী শূন্যপদ:
চেন্নাই: সিনিয়র টেকনিশিয়ন অফিসার- ৮ টেকনিশিয়ন অফিসার- ২৮
কলকাতা: সিনিয়র টেকনিশিয়ন অফিসার- ৪ টেকনিশিয়ন অফিসার- ২৪
মুম্বই: সিনিয়র টেকনিশিয়ন অফিসার- ১৫ টেকনিশিয়ন অফিসার- ৪২
গুয়াহাটি: টেকনিশিয়ন অফিসার- ৯
হরিয়ানা: সিনিয়র টেকনিশিয়ন অফিসার- ১৪ টেকনিশিয়ন অফিসার- ৪২

শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র টেকনিশিয়ন অফিসারের জন্য এই সংক্রান্ত ফিল্ডে ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। টেকনিশিয়ন অফিসারের জন্য স্নাতকোত্তর হতে হবে প্রার্থীকে। 

বয়সসীমা: সিনিয়র টেকনিশিয়ন অফিসারের জন্য বয়সসীমা ৪০ বছর, মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য বয়সসীমা ৪৫ বছর। অন্যদিকে টেকনিশিয়ান অফিসারের জন্য বয়সসীমা ৩৫ বছর। মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য বয়সসীমা ৪০ বছর। 

বেতন: সিনিয়র টেকনিশিয়ন অফিসারের বেতন ৫৩,০০০ টাকা। এবং টেকনিশিয়ন অফিসারের বেতন ৩৭,০০০টাকা। 
চাকরি সংক্রান্ত বিস্তারিত জানুন ppqs.gov.in- ওয়েবসাইট থেকে। 

.