RRB group D recruitment 2019: গ্রুপ ডি-তে নিয়োগ করবে রেলওয়ে বোর্ড, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ
আজ ১২ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন মা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল।
নিজস্ব প্রতিবেদন: গ্রুপ-ডির লক্ষাধিক শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আজ ১২ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন মা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল।
প্রার্থীদের প্রথমে কম্পিউটর বেসড টেস্ট (CBT)-এ দুটি পর্যয়ের পরীক্ষায় বসতে হবে। এরপর পর্যায়ক্রমে ফিজিক্যাল মেজারমেন্ট, মেডিক্য়াল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রথম পরীক্ষা হবে চলতি বছর সেপ্টম্বর-অক্টোবরে।
মোট শূন্যপদ–১০৩৭৬৯
মধ্য রেলওয়ে– ৯৩৪৫
পূর্ব-মধ্য রেলওয়ে- ৩৫৬৩
ইস্টকোস্ট রেলওয়ে– ২৫৫৫
ইস্টার্ণ রেলওয়ে, CLW এবং মেট্রো– ১০৮৭৩
উত্তর মধ্য রেলওয়ে এবং DLW– ৪৭৩০
নর্থ ইস্টার্ণ রেলওয়ে, MCF এবং RDSO– ১৩১৫৩
দক্ষিণ মধ্য রেলওয়ে– ৯৩২৮
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে– ১৬৬৪
সাউথ ইস্টার্ণ রেলওয়ে– ৪৯১৪
সাউথ ওয়েস্টার্ণ রেলওয়ে এবং RWF – ৭১৬৭
সাউথার্ণ এবং ICF – ৯৫৭৯
পশ্চিম-মধ্য রেলওয়ে– ৪০১৯
ওয়েস্টার্ণ রেলওয়ে– ১০৭৩৪
আরও পড়ুন: আবগারি দফতরে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক
বয়সসীমা: প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের নূন্যতম দশম শ্রেণি পাশ করতে হবে। NCVT/SCVT অনুমোদিত ইনল্টটিউট থেকে আইটিআই হতে হবে। এছাড়াও NCVT-র দেওয়া National Apprenticeship Certificate (NAC) থাকতে হবে।
RRB group D recruitment 2019: কীভাবে আবেদন করবেন
স্টেপ ১: রেলওয়ের অফিসিয়াল রিজিওনাল ওয়েবসাইটে ভিজিট করুন।
স্টেপ ২: হোমপেজে ‘RRB group D 2019’লেখা লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩: যেই রেলওয়েতে আপনি আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন।
স্টেপ ৪: নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
স্টেপ ৫: সম্পূর্ণ তথ্য দিন।
স্টেপ ৬: রেজিস্ট্রেড আইডি দিয়ে লগইন করুন।
স্টেপ ৭: আবেদনপত্র পূরণ করে ডকুমেন্ট আপলোড করুন।
স্টেপ ৮: ফি জমা দিন।
আবেদন ফি- প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি সংরক্ষিত আসন, মহিলা এবং রূপান্তরকামীদের জন্য ২৫০ টাকা। এছাড়াও বেতন সংক্রান্ত বিস্তরিত জানুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।