কোভিডের জন্য পরীক্ষা দেয়নি বহু পড়ুয়া, ফের NEET-এর তারিখ ঘোষণা
সুপ্রিম কোর্ট জানিয়েছে ১৬ অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে অনেকেই নিট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাদের কথা মাথায় রেখে ন্যাশেনাল টেস্ট এজেন্সির নতুন তারিখে সায় সুপ্রিম কোর্টের।
যারা কন্টেনমেন্ট জোনের আওতায় ছিল তারাও পরীক্ষায় বসতে পারেনি। সেই সমস্ত পরীক্ষার্থীরা যাতে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্যই মূলত নতুন নির্দেশ।
সোমবার সুপ্রিমকোর্ট জানিয়েছে, ১৪ অক্টোবর ফের NEET পরীক্ষা হবে। যাঁরা পূর্বে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এদিন NEET পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে ১৬ অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।