হাসাপাতালে ডাক্তারদের সঙ্গে নিয়েই জমিয়ে নাচলেন Remo D'Souza

 যেটি দেখলে আপনার মনেও হয়ত প্রশ্ন জাগবে এই ব্যক্তিই কি কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন?

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 26, 2021, 06:54 PM IST
হাসাপাতালে ডাক্তারদের সঙ্গে নিয়েই জমিয়ে নাচলেন Remo D'Souza

নিজস্ব প্রতিবেদন : হাসপাতালের মধ্যেই জমিয়ে নাচছেন রেমো ডি'সুজা। রেমোর সঙ্গী হয়েছেন চিকিৎসকরাও। দৃশ্যটি কোকিলাবেন হাসপাতালের। যেটি দেখলে আপনার মনেও হয়ত প্রশ্ন জাগবে এই ব্যক্তিই কি কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন?

ভিডিয়োতে পোস্ট করেছেন রেমো ডি'সুজা নিজেই। ক্যাপশানে লিখেছেন, ''নাচই হল আমার আনন্দ, আমার হৃদয়। চিকিৎসকদের ধন্যবাদ। তোমরা সত্যিই অসাধারণ''। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Remo Dsouza (@remodsouza)

গত ১১ ডিসেম্বর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় রেমো ডি'সুজা-র স্ত্রী লিজেল ডি'সুজা সংবাদমাধ্যম কে জানান, ''রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ ধরা পড়েছে।'' তাঁর এনজিওগ্রাফিও করা হয়ছিল বলেও জানা যায়. পরে অবশ্য তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। 

প্রসঙ্গত, বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'এবিসিডি', 'এবিসিডি ২' এবং 'অ্য়া ফ্লাইং জট' এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান।

.