অয়ন ঘোষাল: শীতের আমেজ উধাও। দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে।

আরও পড়ুন, Stop Rape: ধর্ষণে বাধা পেয়ে নাবালিকাকে খুন চেষ্টা! সাজা ঘোষণা আদালতের, অভিযুক্তকে...

২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে শনিবার দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১০ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। তাই দক্ষিণবঙ্গে দৃশ্যমানতা কমবে। কোথাও ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।

আগামী ২/৩ দিন তাপমাত্রা একই রকম থাকবে। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতে বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা। বাকি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা।

শনিবার ও রবিবার ঘন কুয়াশার  সতর্কবার্তা ৫ জেলায়। সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। কলকাতায় এক রাতে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়ে শীতের আমেজ উধাও। পূবালী হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি। বড়দিনে শীতের আমেজ কিছুটা ফিরলেও এই বছর আর জাঁকিয়ে শীতের সম্ভবনা থাকছে না। 

কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৫.৯ থেকে বেড়ে ১৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ থেকে বেড়ে ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে প্রায় ২ মিলিমিটার। ঘন কুয়াশার দাপট রাজস্থান বিহার ঝাড়খন্ড সিকিম এবং পশ্চিমবঙ্গে। 

আরও পড়ুন, Howrah-Bandel Local Cancel: চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা, হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ বাতিল ৬০ ট্রেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
west bengal weather update depression on bay of bengal winter rain in districts kolkata temperature increase
News Source: 
Home Title: 

শীতের সাময়িক বিরতি বাংলায়! ১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা...

Bengal Weather: শীতের সাময়িক বিরতি বাংলায়! ১০ জেলায় বৃষ্টির সম্ভাবনা...
Caption: 
প্রতীকী ছবি
Yes
Is Blog?: 
No
Section: