আজকের দিনেই প্রথম ভারতীয় 'মিস ইউনিভার্স' হয়েছিলেন সুস্মিতা সেন

১৯৯৪ সালে ২১ মে। অর্থাৎ ২২ বছর আগের আজকের দিনটা। ভারতের কাছে ছিল খুব গর্বের একটা দিন। খুব 'স্পেশাল' একটা দিন। এই দিনটাতেই সৌন্দর্যের দুনিয়ায় প্রথমবার জয়ের পতাকাটা পুঁতেছিল ভারত। প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল কোনও ভারতীয়র মাথায়। ২২ বছর আগে আজকের দিনটাতেই মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন।

Updated By: May 21, 2016, 01:48 PM IST
আজকের দিনেই প্রথম ভারতীয় 'মিস ইউনিভার্স' হয়েছিলেন সুস্মিতা সেন

ওয়েব ডেস্ক: ১৯৯৪ সালে ২১ মে। অর্থাৎ ২২ বছর আগের আজকের দিনটা। ভারতের কাছে ছিল খুব গর্বের একটা দিন। খুব 'স্পেশাল' একটা দিন। এই দিনটাতেই সৌন্দর্যের দুনিয়ায় প্রথমবার জয়ের পতাকাটা পুঁতেছিল ভারত। প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল কোনও ভারতীয়র মাথায়। ২২ বছর আগে আজকের দিনটাতেই মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন।

সৌন্দর্যের দুনিয়ায় সেদিন ইতিহাস তৈরি করেছিলেন এই 'বং বিউটি'। তারপর কেটে গিয়েছে ২২টা বছর। প্রতি বছর নানা দেশের সুন্দরীদের মাথায় ঘুরেছে 'মিস ইউনিভার্স'-এর তাজ। কিন্তু ভারতের কাছে আজও 'মিস ইউনিভার্স' মানে সুস্মিতা সেন। তাই আজকের দিনে দেখে নেওয়া সেদিনের কিছু বিরল ছবি যা নিজেই টুইটারে পোস্ট করেছেন প্রথম ভারতীয় 'মিস ইউনিভার্স'।

.