28th Critics Choice Awards: গোল্ডেন গ্লোবের পর ক্রিটিকস চয়েস, সেরা গানের পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমা RRR

জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত 'আরআরআর' এর গান 'নাটু নাটু' সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছে আরআরআর।

Updated By: Jan 16, 2023, 11:14 AM IST
28th Critics Choice Awards: গোল্ডেন গ্লোবের পর ক্রিটিকস চয়েস, সেরা গানের পাশাপাশি সেরা বিদেশী ভাষার সিনেমা RRR

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জন্য দুর্দান্ত সময় চলছে। মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব পুরস্কার জেতার পর, পরিচালক এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস পিরিয়ড অ্যাকশন ড্রামা ফিল্ম 'আরআরআর' ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের ২৮তম সংস্করণে আরও দুটি পুরস্কার জিতে নিয়েছে।

জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত 'আরআরআর' এর গান 'নাটু নাটু' সেরা গানের বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার জিতেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছে আরআরআর।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, ‘RRRMovie-র কাস্ট এবং কলাকুশলীদের অভিনন্দন- সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিকচয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী’।

 

টিম 'RRR' তাদের ট্যুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে এবং একটি ভিডিও শেয়ার করেছে। এর ক্যাপশনে তারা লিখেছে, ‘নাটু নাটু আবার!! আমরা শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে #RRRMovie সেরা গানের জন্য #CriticsChoiceAwards জিতেছে। এখানে রয়েছে @mmkeeravaani এর অ্যাক্সেপ্টেন্স বক্তৃতা!!’

 

'নাটু নাটু' সুরকার এমএম কিরাভানিকে ভিডিওটিতে বলতে শোনা গিয়েছে, ‘আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি এই পুরস্কারটি পেয়ে অভিভূত। আমি এখানে ক্রিটিকদের দেওয়া এই দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। আমার কোরিগ্রাফার, গীতিকার, আমার গায়ক, আমার প্রোগ্রামার এবং অবশ্যই আমার পরিচালকের পক্ষ থেকে সমস্ত ক্রিটিকদের ধন্যবাদ।"

আরও পড়ুন: Srabanti: শ্রাবন্তীকে জাপটে ধরে চুম্বনের চেষ্টা, কষিয়ে চড় মারলেন নায়িকা...

কিরাভানির ট্র্যাক নাটু নাটু সম্প্রতি লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনে (এলএএফসিএ) সেরা সঙ্গীত কোর পুরস্কার পেয়েছে।

 

RRR-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই আপডেটটি শেয়ার করা হয়েছে।

RRR-এর Instagram অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়েছে, "লাফিল্মক্রিটিকস-এ RRRMovie-এর জন্য BEST MUSIC/SCORE-এর পুরষ্কার জেতার জন্য আমাদের সঙ্গীত পরিচালক MMKeeravaani কে অভিনন্দন’। ।

আরও পড়ুন: Actor Death: শেষ রক্ষা হল না, ৪০-এ প্রয়াত তারক মেহেতা কা উল্টা চশমা খ্যাত অভিনেতা!

দুই তেলেগু মুক্তিযোদ্ধার একটি কাল্পনিক গল্প আরআরআর। আলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা। রাম চরণ এবং জুনিয়র এনটিআর এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বিশ্বব্যাপী মোট ১,২০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় ​​দেবগন এবং শ্রিয়া শরণ। এমএম কিরাভানির 'নাটু নাটু'-গানটি গেয়েছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব। গানটির কোরিয়োগ্রাফি করেছেন প্রেম রক্ষিত এবং গানটি লিখেছেন চন্দ্রবোস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.