১৬ বছর পর অ্যাওয়ার্ড শো-তে আমির, পুরস্কার নিলেন আরএসেস প্রধান মোহন ভগবতের হাত থেকে

আমন্ত্রণটা এসেছিল 'দ্য নাইটিঙ্গেল ভয়েস', জীবন্ত কিংবদন্তী লতা মঙ্গেশকরের পক্ষ থেকে। উপলক্ষ ছিল মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনি। তাই আর নিমন্ত্রণ ফেরাতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ১৬ বছর পর নিজের তৈরি 'প্রটোকল' ভেঙে মুম্বইয়ে আয়োজিত মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনিতে উপস্থিত হলেন আমির। পুরস্কৃতও হলেন বিশেষ পুরস্কারে। 

Updated By: Apr 25, 2017, 09:47 PM IST
১৬ বছর পর অ্যাওয়ার্ড শো-তে আমির, পুরস্কার নিলেন আরএসেস প্রধান মোহন ভগবতের হাত থেকে

ওয়েব ডেস্ক: আমন্ত্রণটা এসেছিল 'দ্য নাইটিঙ্গেল ভয়েস', জীবন্ত কিংবদন্তী লতা মঙ্গেশকরের পক্ষ থেকে। উপলক্ষ ছিল মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনি। তাই আর নিমন্ত্রণ ফেরাতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ১৬ বছর পর নিজের তৈরি 'প্রটোকল' ভেঙে মুম্বইয়ে আয়োজিত মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনিতে উপস্থিত হলেন আমির। পুরস্কৃতও হলেন বিশেষ পুরস্কারে। 

গত বছর আত্মপ্রকাশ পাওয়া নীতেশ তিওয়ারি পরিচালিত 'দঙ্গল' ছবির জন্যই পুরস্কৃত করা হয় আমির খানকে। ৭৫তম মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনিতে আরএসএস প্রধান মোহন ভগবতের হাত থেকে পুরস্কার নেন আমির। এই সম্মান প্রদানের জন্য আমির ধন্যবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরকে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মাস্টার দীননাথ মঙ্গেশকর ট্রাস্টকেও। 

.